রাজধানীতে বিএনপি ও জামায়াতের মহাসমাবেশকে কেন্দ্র করে নাশকতার মামলায় ঢাকা মহানগর ও জেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় আট শতাধিক জনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
শনিবার (২৮ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করা হয়। এরপর তদন্তকারী কর্মকর্তারা তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
তবে শুনানি ছাড়াই তাদের কারাগারে পাঠানো হয় বলে একাধিক আইনজীবী অভিযোগ করেন। তারা বলেন, ওকালতনামায় সই হওয়ার আগে এবং শুনানি ছাড়াই আসামিদের জেল-হাজতে পাঠানো হয়েছে।
এদিন ঢাকা মহানগর এলাকার ৫০টি থানা এলাকা থেকে গ্রেপ্তার দেখানো হয়েছে ৬৪৬ জনকে। এছাড়া সন্দেহভাজন হিসেবে ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারায় ১৭৮ জন এবং ঢাকা জেলার ছয়টি থানা এলাকা থেকে ১৭ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। কারাগারে যাওয়া আসামিদের মধ্যে বিএনপি-জামায়াতের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও সন্দেহভাজন ব্যক্তিরা রয়েছেন।
আদালতের সংশ্লিষ্ট থানাগুলোর সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এ তথ্য জানা যায়।
আদালত সূত্রে জানা যায়, বিভিন্ন মামলায় পল্টনে ১৮৪ জন, কদমতলীতে ৯, শ্যামপুরে ২১, উত্তরা পশ্চিমে ৩, ধানমন্ডিতে ৮, হাজারীবাগে ৬, বিমানবন্দরে ১, দক্ষিণ খানে ৭, কামরাঙ্গীরচরে ৪, লালবাগে ৬, বনানীতে ৮, বাড্ডায় ৬, ভাটারায় ৮, শাহ আলীতে ১, দারুস সালামে ২৪, শাহজাহানপুরে ২৬, মতিঝিলে ৬, শাহবাগে ২, রমনায় ১, রামপুরায় ১, হাতিরঝিল ৫৩, তেজগাঁওয়ে ১, তেজগাঁও শিল্পাঞ্চলে ১, পল্লবীতে ২৩, কাফরুলে ৭, মিরপুরে ৬৬, শেরে বাংলায় ১, মুগদায় ৪, খিলগাঁওয়ে ১২, যাত্রাবাড়ীতে ৫৭, ডেমরায় ২৭, সবুজবাগে ৮, কলাবাগানে ৩, খিলক্ষেতে ১, ওয়ারীতে ২১, গেন্ডারিয়ায় ১৫, আদাবরে ৭, মোহাম্মদপুরে ৭ জনকে এবং সন্দেহভাজন হিসেবে ঢাকার বিভিন্ন এলাকা থেকে ৫৪ ধারায় আটক ১৭৮ জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
এছাড়া ঢাকা জেলার ৪ টি থানা থেকে মোট ১৭ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এদের মধ্যে দক্ষিণ কেরানীগঞ্জে ৯ জন, সাভারে ১ জন, ধামরাইয়ে ২ জন ও আশুলিয়া থানার ৫ জন রয়েছেন।
বাংলাদেশ সময়: ১১:৪১:১৮ ১৪৬ বার পঠিত