ভারত ব্যাটিংয়ে নামার সময়ও আকাশ পরিষ্কার ছিল। দেখে মনে হয়েছে অন্তত কয়েক ঘন্টা আর বৃষ্টি হবে না। কিন্তু ৩০ মিনিটও খেলা হলো না। তার আগেই বৃষ্টির হানা। পঞ্চম ওভার চলাকালেই বন্ধ হয়ে গেছে খেলা।
৪ ওভার ২ বলে কোনো উইকেট না হারিয়ে ১৫ রান তোলেছে ভারত। রোহিত অপরাজিত আছেন ১১ রান নিয়ে। অপর অপরাজিত ব্যাটার শুভমান গিল এখনও রানের খাতা খুলতে পারেননি।
এর আগে সকাল থেকেই কালো মেঘে ঢাকা ছিল পাল্লেকেলের আকাশ। তাতে মন ভার ছিল ক্রিকেটপ্রেমীদেরও। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে উড়ে যায় সেই শঙ্কার মেঘ। নির্ধারিত সময়ে হয়েছে টস। সেখানে জয় হয়েছে রোহিত শর্মার। ফলে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক।
বাংলাদেশ সময়: ১৬:০৫:০৬ ২৩৫ বার পঠিত #এশিয়া কাপ ক্রিকেট #পাকিস্তান #ভারত