রাজবাড়ীর গোয়ালন্দের ঢাকা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ওরস্যালাইনের প্যাকেট থেকে ৩ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
বুধবার (২৫ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের বরকত সরদার পাড়া এলাকার কেকেএস সেভ হোমের সামনে থেকে ফরিদপুরগামী বাসে তল্লাশি চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার।
আটককৃতরা হলেন, মাদারীপুরের শিবচর উপজেলার রিয়াজুদ্দিন মাতবরকান্দি গ্রামের তোতা বেপারীর ছেলে সুরুজ বেপারী (৪০)ও ফরিদপুর উপজেলার সদরপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের আবুল কালাম ব্যাপারীর ছেলে ইউসুফ ব্যাপারী (২৮)।
গোয়ালন্দ ঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-খুলনা মহাসড়কের কেকেএস সেভ হোমের সামনে যাত্রীবাহী বাসে তল্লাশি করা হয়। সেসময় তাদের কাছে থাকা একটি ব্যাগের ভেতরে রাখা ওরস্যালাইনের প্যাকেট থেকে ৩ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়। যার আনুমানিক মূল্য ৯ লাখ টাকা। এসময় তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। তারা জব্দকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ঢাকা থেকে কম দামে ক্রয় করে বিক্রয়ের উদ্দেশ্য ফরিদপুর নিয়ে যাচ্ছিল। আটককৃতদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মামলা রুজু করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২:০০:১৪ ১৭০ বার পঠিত