সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারকাজ পরিচালনার জন্য ৫২টি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
বুধবার বেঞ্চ গঠন করে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। প্রধান বিচারপতি তার প্রশাসনিক ক্ষমতাবলে বেঞ্চ গঠন করেছেন।
বেঞ্চ গঠনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৯ অক্টোবর রোববার সকাল সাড়ে ১০টা থেকে হাইকোর্ট বিভাগের বিচারকার্য পরিচালনার জন্য বেঞ্চগুলো গঠন করা হলো।
নতুন গঠিত ৫২টি বেঞ্চের মধ্যে ৩৩টি দ্বৈত (দুই বিচারপতির) বেঞ্চ এবং ১৯টি একক (এক বিচারপতির) বেঞ্চ রয়েছে। ৮২ জন বিচারপতিকে এসব বেঞ্চে দায়িত্ব দেওয়া হয়েছে। ৫২ বেঞ্চের মধ্যে বেশ কয়েকটি বেঞ্চের বিচারিক এখতিয়ার পরিবর্তন করা হয়েছে।
গত ২৬ সেপ্টেম্বর প্রধান বিচারপতি ওবায়দুল হাসান দায়িত্ব নেওয়ার পর এই প্রথম বেঞ্চ পুনর্গঠন করলেন।
বাংলাদেশ সময়: ১১:০৫:১৮ ১৫৭ বার পঠিত