জয়পুরহাটের ক্ষেতলালে বিএসটিআই’র অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম পাতা » শিরোনাম » জয়পুরহাটের ক্ষেতলালে বিএসটিআই’র অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা
বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩



---

বিএসটিআই (বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন) রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ও জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

আজ ১৯ অক্টোবর (বৃহস্পতিবার) এ অভিযান পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার বিকেলে বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (সিএম) ও অফিস প্রধান সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, উক্ত অভিযান পরিচালনাকালে সরিষার তেল এর অনুকূলে বিএসটিআই’র মান সনদ গ্রহণ না করে ও মিথ্যা তথ্য প্রদান করার অপরাধে বিএসটিআই আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ক্ষেতলাল উপজেলার বটতলী বাজারের বিসমিল্লাহ ভ্যারাইটি স্টোর (সরিষার তেল মিল) কে ১০ হাজার টাকা জরিমানা (লেবেল ও মোড়কবিহীন সরিষার তেল উৎপাদন),ইটখোলার ভাই ভাই অয়েল মিল কে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ৪ হাজার টাকা জরিমানা ও ইটখোলার শামীম কনফেকশনারিকে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় বিতরণ করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১ হাজার টাকা জরিমানাসহ ০৩ মামলা দায়ের করে মোট ১৫,০০০/-জরিমানা করা হয়।

উক্ত মোবাইল কোর্ট ২টি পরিচালনা করেন ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান বন্যা, সহাকারি কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিন্নাতুল আরা।

এ অভিযানে প্রসিকিউটর হিসেবে ছিলেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) মো. দেলোয়ার হোসেন।

বিভাগীয় কার্যালয় থেকে প্রায় সব জেলায় অভিযান চলছে।জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর এ রকম অভিযান অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ২০:০৩:৪৭   ২৫৪ বার পঠিত  




শিরোনাম’র আরও খবর


লালমোহনে পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে সভা
স্বামী হত্যার মামলায় স্ত্রী ও প্রেমিকের মৃত্যুদণ্ড
বাগেরহাট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সব সদস্যের পদত্যাগ
ত্বকী হত্যা মামলায় গ্রেপ্তার ৩ জন রিমান্ডে
বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন
ভোলার লালমোহনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নওগাঁর ধামুইরহাটে শিক্ষককে নির্যাতনের বিচার এবং শিক্ষকদের নিরাপত্তা চেয়ে শিক্ষার্থীদের মানববন্ধন
আমরা বাংলাদেশের মানুষের মুখে হাসিঁ ফোটাতে চাই - মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ
মাদারীপুরে থানায় ডিউটিতে ফিরেছে পুলিশ সদ্যসরা
লালমোহনে সড়ক পরিষ্কার ও ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা

Law News24.com News Archive

আর্কাইভ