স্বপন সওদাগর
জয়পুরহাট প্রতিনিধি।
রেলপথে শরীরে ফেন্সিডিল বেঁধে ঢাকায় যাওয়ার পথে চার নারীকে আটক করেছে র্যাব।
সোমবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ১২ টার দিকে জয়পুরহাট রেল স্টেশন থেকে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন, আনোয়ারা (৪৪) মনোয়ারা বেগম (৩৬) মরিনা (৪৬) ও ইতি(২৭)। তারা দিনাজপুর জেলার, বিরামপুর উপজেলা পূর্ব জগন্নাথপুর এবং মৌপুকুড় এলাকার বাসিন্দা।
র্যাব জানায় চিলাহাটি হতে ছেড়ে আসা ঢাকা গামী নীলসাগর এক্স প্রেস ট্রেনে কয়েক জন নারী যাত্রি বেশে মাদক বহনে অভিনব কায়দায় এই মাদক কারবারি শরিরের বিভিন্ন জায়গায় ফিটিং করে অবৈধ ভাবে মাদক নিয়ে যাওয়ার পথে এমন তথ্য র্যাবের নিকট আসে।
অপর দিকে জয়পুরহাট র্যাব ক্যাম্পের অধিনায়ক “মেজর শেখ সাদিক বলেন– ঐ চার নারী মাদক ব্যাবসায়ী ফেন্সিডিল গুলো ঢাকার উদ্দেশে নিয়ে যাচ্ছিলেন।
বাস যোগে এসব বহন করলে বিভিন্ন চেক পোস্ট পড়তো। তাই আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রেল পথ টাকে, বেছে নেন।
তবে আমরা তাদের আটক করেছি।
তাদের বিরুদ্ধে সান্তাহার রেলওয়ে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫:৩৪:৫৩ ৩১৬ বার পঠিত