মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্দিক

প্রথম পাতা » আন্তর্জাতিক » মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্দিক
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫



মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্দিক

অনিয়মের অভিযোগে ব্রিটেনের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন এমপি টিউলিপ সিদ্দিক। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দেশটির ইকোনোমিক সেক্রেটারির পদ থেকে পদত্যাগ করেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে এ তথ্য জানান টিউলিপ।

পোস্টে টিউলিপ সিদ্দিক লেখেন, আমি মন্ত্রিত্বের কোনো নিয়ম ভঙ্গ করিনি। আমি অনুচিত কাজ করেছি, এমন কোনো প্রমাণ নেই। তবুও বিভ্রান্তি এড়াতে মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছি।

এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এর প্রতিবেদনে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আর্থিক অনিয়মের সাথে টিউলিপ সিদ্দিকের যোগসূত্র রয়েছে। এমন অভিযোগে তিনি মন্ত্রীসভা থেকে পদত্যাগ করেছেন।

আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা পরিবারসহ বিভিন্ন মন্ত্রী-এমপিদের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ উঠে। এতে শেখ হাসিনার পরিবারের সদস্যের সাথে টিউলিপ সিদ্দিকের নামও ওঠে আসে। তার বিরুদ্ধে শেখ হাসিনার ঘনিষ্ঠ এক ব্যক্তির কাছ থেকে বিনামূল্যে ফ্ল্যাট গ্রহণেরও অভিযোগ রয়েছে।

অন্যদিকে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে অর্থ সরানোর অভিযোগে বাংলাদেশে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। মূলত এসব অভিযোগের ভিত্তিতেই দেশটির রাজনীতিতে তার পদত্যাগের দাবি জোরালো হয়। এতে চাপের মুখে পড়েন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর স্টার্মার।

উল্লেখ্য, টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার বা ইকোনমিক সেক্রেটারি ছিলেন।

বাংলাদেশ সময়: ১:২৩:৩২   ৯ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্দিক
সানডে টাইমসকে ড. ইউনূস এটা ‘স্পষ্ট ডাকাতি’, টিউলিপের ক্ষমা চাওয়া উচিত
মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বাংলাদেশের ক্ষমতার পরিবর্তনে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা ভারতও বিশ্বাস করে না
‘অখণ্ড ভারত’ সেমিনারে ঢাকাকে আমন্ত্রণ নয়াদিল্লির
ডেইলি মেইলের প্রতিবেদন উপহার পাওয়া ফ্ল্যাটের বিষয়ে মিথ্যা বলেছিলেন টিউলিপ
গাজায় ক্রমাগত হামলার মধ্যে ইসরাইলকে ৮০০ কোটি ডলারের অস্ত্র সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র
ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন লন্ডনে টিউলিপকে ব্যয়বহুল ফ্ল্যাট দিয়েছিলেন আওয়ামী লীগ ঘনিষ্ঠ আব্দুল মোতালিফ
পরিবার হারিয়ে অনিশ্চিত সময় পার করছে গাজার শিশুরা
টিউলিপকে বৃটেনের দুর্নীতিবিরোধী কার্যক্রম থেকে সরানোর চাপ
উত্তর গাজার সর্বশেষ সচল হাসপাতাল জোরপূর্বক খালি করেছে ইসরাইল

Law News24.com News Archive

আর্কাইভ