বাবরের মুক্তিতে বাধা কাটল

প্রথম পাতা » জাতীয় » বাবরের মুক্তিতে বাধা কাটল
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫



বাবরের মুক্তিতে বাধা কাটল

১০ ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ পাঁচ আসামিকে খালাস দিয়ে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। এ মামলায় বিভিন্ন মেয়াদে পাঁচজনকে সাজা দেওয়া হয়েছে।

এর আগে ১০ ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় খালাস পেয়েছিলেন বাবর। এর ফলে তার মুক্তিতে বাধা কাটল।

ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আসামিদের করা আপিলের ওপর শুনানি নিয়ে মঙ্গলবার (১৪ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

আদালতে বাবরের পক্ষে আইনজীবী শিশির মনির খালাস চেয়ে এ আবেদন করেন। রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবী ও সহকারী অ্যাটর্নি জেনারেল আসিফ ইমরান জিসান। অন্য পাঁচজন আসামির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান।

গত ১৮ ডিসেম্বর বহুল আলোচিত চট্টগ্রামের ১০ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় করা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, মহসিন তালুকদার, এনামুল হক, রাজ্জাকুল হায়দারসহ ছয় আসামিকে খালাস দেন হাইকোর্ট।

মৃত্যুদণ্ডে দণ্ডিত অন্য ছয় আসামির সাজা কমিয়ে ১০ বছর করে কারাদণ্ড দেন আদালত। এছাড়া ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়াকে মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন দণ্ড দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১:২০:২৪   ৯ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


উপদেষ্টারা এখন কী করবেন?
বাবরের মুক্তিতে বাধা কাটল
নাইকো দুর্নীতি মামলায় আরও ৬ জনের সাক্ষ্যগ্রহণ
সাবেক মন্ত্রী শাহাব উদ্দিন ও উপমন্ত্রী জ্যাকবসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ভারতীয় হাইকমিশনারকে তলবের বিষয়ে যা বললো পররাষ্ট্র মন্ত্রণালয়
হেনরীর স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ
পূর্বাচলে প্লট দুর্নীতি: হাসিনা-পুতুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা
কেরানীগঞ্জের অস্থায়ী আদালতে হবে বিডিআর হত্যাকাণ্ডের বিচার
ক্রসফায়ার-গুমের অভিযোগ, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিএনপি
ড. ইউনূসের ৫ মামলা বাতিলে আইনি দুর্বলতা পাওয়া যায়নি: আপিল বিভাগের আদেশ

Law News24.com News Archive

আর্কাইভ