ভারতীয় হাইকমিশনারকে তলবের বিষয়ে যা বললো পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রথম পাতা » জাতীয় » ভারতীয় হাইকমিশনারকে তলবের বিষয়ে যা বললো পররাষ্ট্র মন্ত্রণালয়
সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫



ভারতীয় হাইকমিশনারকে তলবের বিষয়ে যা বললো পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ-ভারতে সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সাম্প্রতিক কার্যকলাপ নিয়ে বাংলাদেশে নিযুক্ত দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মার কাছে গভীর উদ্বেগ প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার (১২ জানুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে প্রণয় ভার্মার কাছে এই উদ্বেগের কথা জানান পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন।

এক প্রেস রিলিজে জানানো হয়– হাইকমিশনার প্রণয় ভার্মাকে জোর দিয়ে বলা হয়েছে, কাঁটাতারের বেড়া নির্মাণের প্রচেষ্টা এবং বিএসএফের সংশ্লিষ্ট অপারেশনাল পদক্ষেপ সীমান্তে উত্তেজনা ও ঝামেলা সৃষ্টি করেছে। সচিব আশা করেন, আসন্ন বিজিবি-বিএসএফ ডিজি পর্যায়ের আলোচনায় বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা সম্ভব হবে।

এছাড়াও, সম্প্রতি সুনামগঞ্জে বিএসএফ কর্তৃক একজন বাংলাদেশি নাগরিকের হত্যার কথা উল্লেখ করে পররাষ্ট্র সচিব সীমান্তে হত্যার পুনরাবৃত্তি নিয়ে গভীর উদ্বেগ ও হতাশা জানান। ভারতীয় কর্তৃপক্ষকে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করতে এবং সীমান্ত হত্যাকাণ্ডের তদন্ত পরিচালনা ও দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তিনি।

এর আগে, বিএসএফের অবৈধভাবে কাঁটাতারের বেড়া নির্মাণ ঘিরে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে আজ বিকেলে জরুরি তলব করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিন বিকেল বিকেল সাড়ে ৩টার দিকে প্রণয় ভার্মা পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থিত হন।

পরে সেখান থেকে বের হয়ে গণমাধ্যমকে ভারতীয় হাইকমিশনার বলেন, অপরাধমুক্ত সীমান্ত গড়ার বিষয়ে পররাষ্ট্র সচিবের সঙ্গে আলোচনা হয়েছে। চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশের চ্যালেঞ্জ মোকাবেলার বিষয়ে কথা হয়েছে। সীমান্তের বেড়া নির্মাণে সহযোগিতামূলক মনোভাব আশা করি আমরা।

বাংলাদেশ সময়: ১:১৫:৪৪   ৯ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


ভারতীয় হাইকমিশনারকে তলবের বিষয়ে যা বললো পররাষ্ট্র মন্ত্রণালয়
হেনরীর স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ
পূর্বাচলে প্লট দুর্নীতি: হাসিনা-পুতুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা
কেরানীগঞ্জের অস্থায়ী আদালতে হবে বিডিআর হত্যাকাণ্ডের বিচার
ক্রসফায়ার-গুমের অভিযোগ, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিএনপি
ড. ইউনূসের ৫ মামলা বাতিলে আইনি দুর্বলতা পাওয়া যায়নি: আপিল বিভাগের আদেশ
শৈত্যপ্রবাহ চলবে ১০ জেলায়, বাড়তে পারে কুয়াশা
খালেদা জিয়ার ওপর হওয়া নির্যাতনের বর্ণনা দিয়ে কাঁদলেন কায়সার কামাল
বিডিআর বিদ্রোহ মামলার বিচার মধ্যরাতে এজলাসে আগুন শুনানি ১৯ জানুয়ারি
আপিল বিভাগে রিভিউ রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম সংশোধনে দ্রুত শুনানির আবেদন

Law News24.com News Archive

আর্কাইভ