স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ রাজবাড়ীর পাংশা উপজেলার দৈনিক কালবেলা’র প্রতিনিধি মো. শামীম হোসেন এর নামে
ষড়যন্ত্রমূলোক মামলা থেকে সাংবাদিকেন নাম প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
রবিবার (১২জানুয়ারী) জেলার পাংশা উপজেলার কর্মরত সাংবাদিকদের আয়োজনে পাংশা পৌর শহরের আঃ মালেক প্লাজার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনের সভাপতিত্ব করেন পাংশা প্রেকক্লাবের আহবায়ক এম.এ জিন্নাহ।
মানববন্ধনে উপস্থিত বক্তারনা বলেন, উদ্দেশ্য প্রণোদিত হয়ে দৈনিক কালবেলা’র পাংশা উপজেলার প্রতিনিধি মো. শামীম হোসেনর নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার দায়ের করা হয়েছে। এর তীব্র নিন্দা জানাই এবং মামলা থেকে শামীম হোসেন এর নাম প্রত্যাহারের দাবী জানাই।
বাংলা টিভির পাংশা ও কালুখালী উপজেলা প্রতিনিধি সাংবাদিক রতন মাহমুদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন, পাংশা প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য যায়যায়দিন পত্রিকার পাংশা উপজেলা প্রতিনিধি মাসুদ রেজা শিশির, রাজবাড়ী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সমকালের রাজবাড়ী জেলা প্রতিনিধি সৌমিত্র শীল চন্দন, রাজবাড়ী রিপোর্টাস ইউনিটির সভাপতি ও যুগান্তর পত্রিকার রাজবাড়ী প্রতিনিধি হেলাল মাহমুদ, পাংশা প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য কাজী সেলিম মাবুদ, পাংশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও বাংলা ৭১ পত্রিকার রাজবাড়ী প্রতনিধি আবুল কালাম আজাদ, সময়ের কণ্ঠস্বর পত্রিকার রাজবাড়ী প্রতিনিধি সৈয়দ মেহেদী হাসান, যমুনা টিভির রাজবাড়ী প্রতিনিধি মো. রুবেলুর রহমান, দৈনিক কালবেলার রাজবাড়ী প্রতিনিধি শেখ মমিন, বালিয়াকান্দি প্রতিনিধি রিয়াদ মাহমুদ রুলেব, কালুখালী প্রেসক্লাবের সভাপতি ও যায়যায়দিন পত্রিকার কালুখালী উপজেলা প্রতিনিধি মো. ফজলুল হক, দৈনিক জনবানী পত্রিকার বালিয়াকান্দি প্রতিনিধি জয়নাল আবেদিন প্রমূখ।
এ মানববন্ধনে প্রথম আলো পত্রিকার রাজবাড়ী প্রতিনিধি রাশেদুল হক রায়হান, ইন্ডিপেনডেন্ট টিভির রাজবাড়ী প্রতিনিধি শামিম রেজা, নিউজ২৪ টেলিভিশনের রাজবাড়ী প্রতিনিধি মিঠুন গোষ্যামী, চ্যানেল এস টিভির রাজবাড়ী প্রতিনিধি মো. শাহিন রেজাসহ রাজবাড়ী জেলাসহ জেলার গোয়ালন্দ, বালিয়াকান্দি, কালুখালী ও পাংশা উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানা এলাকায় পুলিশের গুলিতে মো. আব্দুল্লাহ বাবু নামের এক ব্যক্তি আহত হয়। এ ঘটনায় আহত আব্দুল্লাহ বাবুর বাবা মো. আব্দুল বারিক শেখ বাদী হয়ে ৮৪ জনকে আসামি করে ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গত ৩১ অক্টোবর একটি মামলা দায়ের করেন। মামলায় দৈনিক কালবেলা’র পাংশা উপজেলা প্রতিনিধি মো: শামীম হোসেনকে যুবলীগ নেতা উল্লেখ করে ৫৮ নম্বর আসামি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮:০২:৫৭ ৪৫ বার পঠিত