চোরাই মোবাইলের আইএমইআই পরিবর্তন করাই মহসিনের কাজ

প্রথম পাতা » সারাদেশ » চোরাই মোবাইলের আইএমইআই পরিবর্তন করাই মহসিনের কাজ
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫



---

কিশোরগঞ্জ প্রতিনিধি

মাত্র ৩০ সেকেন্ড থেকে এক মিনিটের মধ্যে যেকোনো মোবাইল সেটের আইএমইআই নম্বর পরিবর্তন করতে সিদ্ধহস্ত মো. মহসিন ভূঁইয়া (৩৬)। এ কাজে পারিশ্রমিক নেন সর্বনিম্ন এক হাজার থেকে ২-৩ হাজার টাকা। চুরি কিংবা ছিনতাই করা মোবাইল সেট নিয়ে চোর-ছিনতাইকারীরা তাই ছুটে যায় তার ব্যবসা প্রতিষ্ঠানে। আইএমইআই নম্বর পরিবর্তনের ফলে আইনশৃঙ্খলা বাহিনীও চুরি বা ছিনতাই হওয়া মোবাইল সেট উদ্ধার করতে পারে না। এ কারণে অপরাধীরাও থেকে যায় ধরাছোঁয়ার বাইরে। এ রকম পরিস্থিতিতে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প গত ৪ঠা মে দুপুরে কিশোরগঞ্জ জেলা শহরের পুরানথানা এলাকার ইসলামিয়া সুপার মার্কেটের ভাই ভাই কম্পিউটার অ্যান্ড মোবাইল টেকনোলজি নামের একটি দোকানে অভিযান চালিয়ে হাতেনাতে মো. মহসিন ভূঁইয়াকে আটক করে। এ সময় তার কাছ থেকে আইএমইআই নম্বর পরিবর্তনের কাজে ব্যবহৃত ডেস্কটপ মনিটর ও চারটি ডিভাইস জব্দ করা হয়। এ ঘটনায় সাইবার আইনে তার বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়েরের পর তাকে কারাগারে পাঠানো হয়। কিছুদিন জেল খেটে বেরিয়ে ফের একই বাণিজ্যে নামে মো. মহসিন ভূঁইয়া। কিন্তু এবার র্যাবের গোয়েন্দা দলের চোখ ফাঁকি দিতে পারেনি। বুধবার রাতে তার দোকানে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প অভিযানে গিয়ে তাকে আইএমইআই নম্বর পরিবর্তন করার সময়ে হাতেনাতে আটক করে। এ সময় তার কাছ থেকে আইএমইআই নম্বর পরিবর্তনের কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ ও ডিভাইস জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির। মহসিন জেলা শহরের পুরানথানা এলাকার ইসলামিয়া সুপার মার্কেটের ভাই ভাই কম্পিউটার অ্যান্ড মোবাইল টেকনোলজির মালিক এবং মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নের আতপাশা গ্রামের মৃত আবুল কালাম ভূঁইয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির জানান, সে একজন দুর্ধর্ষ সাইবার অপরাধী। চোখের নিমিষে যেকোনো মোবাইল সেটের আইএমইআই নম্বর পরিবর্তন করতে পারে। মাত্র আট মাস আগে সে র্যাবের হাতে আটক হওয়ার পর কিছুদিন জেল খাটে। পরে জেল থেকে বেরিয়ে আবারো সে একই অপরাধের সঙ্গে যুক্ত হয়। আটকের পর তার বিরুদ্ধে পেনালকোড আইনের ৪১৩ ধারাসহ সাইবার নিরাপত্তা আইন ২০২৩ এর ২২ ধারায় কিশোরগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭:৫৮:৪১   ১৯ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


রাজবাড়ীর পাংশায় সাংবাদিক এর নামে মিথ্যা মামলা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন
চোরাই মোবাইলের আইএমইআই পরিবর্তন করাই মহসিনের কাজ
আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় ওসি প্রত্যাহার, জড়িত যুবদল নেতা বহিস্কার
চট্টগ্রাম আদালত থেকে গায়েব হওয়া ৯ বস্তা নথি মিললো ভাঙারির দোকানে
রাজবাড়ীতে তিনটি আগ্নেয়াস্ত্র, গুলি, খালি ম্যাগাজিন উদ্ধার, পলাতক মাদক ব্যবসায়ী
রাজবাড়ীতে ডিবি’র অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি ও মাদকসহ একজন গ্রেফতার
লালমোহনে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির প্রস্তুতি,দুই কসাইকে ২০ হাজার টাকা জরিমানা
রাজবাড়ীতে পুলিশি অভিযানে ফেন্সিডিলসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
বিচারককে বিচারিক কাজে বাধা ও হুমকি, মুচলেকায় ছাড় পেলেন যুবদলকর্মী
রাজবাড়ীতে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষ্যে ওয়াকাথন ও মুক্ত আড্ডা অনুষ্ঠিত

Law News24.com News Archive

আর্কাইভ