চীনের সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম টিকটকের ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা দিতে পারে যুক্তরাষ্ট্র। দেশটির সুপ্রিম কোর্টের সংখ্যাগরিষ্ঠ সদস্য এ বিষয়ে মত দিয়েছেন বলে খবর দিয়েছে অনলাইন সিএনএন। এতে বলা হয়, টিকটকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আইনপ্রণেতারা। ধারণা করা হচ্ছে বিশ্বব্যাপী জনপ্রিয় এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব বহাল রাখতে পারে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। শুক্রবার প্রায় দুই ঘণ্টা যাবত পক্ষে-বিপক্ষে যুক্তি উপস্থাপন করেন উভয় পক্ষের আইনজীবীরা। টিকটক সংক্রান্ত আইনটিকে বিক্রয়-অথবা-নিষিদ্ধের আইন হিসেবে দেখছেন না বেশিরভাগ আইনপ্রণেতা, তারা টিকটকের ১৭ কোটি আমেরিকান ব্যবহারকারীদের ওপর ভিনদেশি নিয়ন্ত্রণের প্রচেষ্টা হিসেবে দেখছেন। টিকটকের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান চীনের বহুজাতিক কোম্পানি বাইটড্যান্স। যদি এই কোম্পানিটি টিকটকের নিয়ন্ত্রণ থেকে সরে না আসে তাহলে যুক্তরাষ্ট্রে অ্যাপটির ব্যবহার সীমিত করে আইনটি প্রণয়ন করবে আদালত।
আপাতত যদি নিষেধাজ্ঞা দেয়া না হয় তাহলে আগামী ১৯ জানুয়ারি থেকে টিকটককে নিষিদ্ধ করতে পারে দেশটি। ধারণা করা হচ্ছে টিকটককে নিষিদ্ধ করতে আইনপ্রণেতারা একাট্টা থাকবেন। টিকটিকের কন্টেন্টগুলো সামাজিকভাবে অবক্ষয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে আগে থেকেই প্ল্যাটফর্মটিকে প্রশ্নবিদ্ধ করে আসছেন যুক্তরাষ্ট্রের দুই প্রেসিডেন্ট- ডনাল্ড ট্রাম্প ও জো বাইডেন। তবে এসব প্রশ্ন অযৌক্তিক বলে দাবি করেছেন টিকটক কর্তৃপক্ষ। তারা দাবি করেছেন যে- অ্যাপটির মাধ্যমে যেসকল ভিডিও আমেরিকানরা দেখছে তাতে চীনা সরকারের প্রভাব রয়েছে বলে যে অভিযোগ উত্থাপিত হয়েছে তা সঠিক নয়। কেবল যুক্তরাষ্ট্রই নয় বিশ্বের বেশ কয়েকটি দেশ টিকটকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। এছাড়া সস্তায় জনপ্রিয় হয়ে উঠতে টিকটকের প্রতি তরুণ-তরুণীদের আগ্রহ বাড়ছে বলেও উদ্বেগ প্রকাশ করেছে অনেক সমাজবিজ্ঞানী।
বাংলাদেশ সময়: ১:৪৫:১১ ৯ বার পঠিত