থানা থেকে পালানো ওসিকে গ্রেফতারে রেড অ্যালার্ট জারি

প্রথম পাতা » প্রধান সংবাদ » থানা থেকে পালানো ওসিকে গ্রেফতারে রেড অ্যালার্ট জারি
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫



থানা থেকে পালানো ওসিকে গ্রেফতারে রেড অ্যালার্ট জারি

রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে পালানো সাবেক ওসি শাহ আলমকে গ্রেফতারে সারাদেশে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বৃহস্পতিবার (৯ জানুয়ারি) উত্তরা পূর্ব থানা থেকে গ্রেফতার ওসি শাহ আলম পালিয়ে যান। এ ঘটনায় পুলিশ সদর দপ্তর থেকে রেড অ্যালার্ট জারিসহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

পালিয়ে যাওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলাও রুজু করেছেন বলেও জানান ডিসি রওনক জাহান।

এ বিষয়ে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল্লাহ বলেন, পলাতক ওসি শাহ আলমকে ধরতে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশের সবকয়টি ইউনিট কাজ করছে। তথ্যপ্রযুক্তির সহায়তাও নেওয়া হচ্ছে। আশাকরি, খুব দ্রুত তাকে গ্রেফতার করতে পারবো।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় গত ২ সেপ্টেম্বর শাহ আলমের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়। ওই মামলায় বুধবার (৮ জানুয়ারি) তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলার সময় কৌশলে পালিয়ে যান। এ ঘটনায় দায়িত্ব অবহেলায় অভিযোগে এক এএসআইকে বরখাস্ত করা হয়।

জানা গেছে, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাসহ একাধিক মামলার আসামি ছিলেন শাহ আলম। ১ আগস্ট উত্তরা পূর্ব থানায় যোগ দেন তিনি। ওসি শাহ আলম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন শেষ সময়ে উত্তরা পূর্ব থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

বাংলাদেশ সময়: ১:১৮:৪৩   ১০ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


‘অখণ্ড ভারত’ সেমিনারে ঢাকাকে আমন্ত্রণ নয়াদিল্লির
তেজগাঁও-মিরপুরে ছিনতাইকারী বেশি
সাবেক ওসি পালানোর ঘটনায় বর্তমান ওসিকে প্রত্যাহার
থানা থেকে পালানো ওসিকে গ্রেফতারে রেড অ্যালার্ট জারি
শৈত্যপ্রবাহ চলবে ১০ জেলায়, বাড়তে পারে কুয়াশা
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল
খালেদা জিয়ার ওপর হওয়া নির্যাতনের বর্ণনা দিয়ে কাঁদলেন কায়সার কামাল
বিডিআর বিদ্রোহ মামলার বিচার মধ্যরাতে এজলাসে আগুন শুনানি ১৯ জানুয়ারি
আপিল বিভাগে রিভিউ রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম সংশোধনে দ্রুত শুনানির আবেদন
আনিসুল হক আরেক মামলায় গ্রেফতার

Law News24.com News Archive

আর্কাইভ