আনিসুল হক আরেক মামলায় গ্রেফতার

প্রথম পাতা » জাতীয় » আনিসুল হক আরেক মামলায় গ্রেফতার
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫



আনিসুল হক আরেক মামলায় গ্রেফতার

রাজধানীর ভাষানটেক এলাকায় মো. ফজলু হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার দেখানো হয়েছে।

বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান এ আদেশ দেন।

এর আগে সকালে কারাগার থেকে আনিসুল হককে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবির মিরপুর জোনের উপ-পরিদর্শক মো. শফিকুল ইসলাম আসামিকে গ্রেফতার দেখানোর আবেদন করেন।শুনানি শেষে আদালত আনিসুলকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

মামলার নথি থেকে জানা গেছে, গত ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করা হয়। এরপর বিভিন্ন মামলায় কয়েক দফা রিমান্ড শেষে বর্তমানে কারাগারে আছেন তিনি।

এজাহার থেকে জানা গেছে, গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন শেষে বিজয় উল্লাসে রাজধানীর ভাষানটেক থানার মিরপুর-১৪ নম্বর এলাকায় মো. ফজলু অংশ নেন। সন্ধ্যা ৭টার দিকে এজাহারনামীয় আসামিদের অতর্কিত আক্রমণ ও গুলিবর্ষণে ফজলু গুলিবিদ্ধ হন।গুলি তার কোমড়ের একপাশ দিয়ে ঢুকে অপর পাশে বেরিয়ে যায়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।এ ঘটনায় নিহতের ভাই সবুজ গত বছরের ১১ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে মোট ১৬৪ জনের নামে মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ০:৫৪:৩৩   ৬ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


শৈত্যপ্রবাহ চলবে ১০ জেলায়, বাড়তে পারে কুয়াশা
খালেদা জিয়ার ওপর হওয়া নির্যাতনের বর্ণনা দিয়ে কাঁদলেন কায়সার কামাল
বিডিআর বিদ্রোহ মামলার বিচার মধ্যরাতে এজলাসে আগুন শুনানি ১৯ জানুয়ারি
আপিল বিভাগে রিভিউ রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম সংশোধনে দ্রুত শুনানির আবেদন
আনিসুল হক আরেক মামলায় গ্রেফতার
রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম সংশোধনে আপিল বিভাগে আবেদন
লন্ডনের পথে খালেদা জিয়া
সাবেক ত্রাণ প্রতিমন্ত্রীর বিরুদ্ধে আরও একটি হত্যাচেষ্টা মামলা
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় শুনানি মুলতবি
জুলাই-আগস্ট গণহত্যার ন্যায়বিচার দেখতে চাই: প্রধান বিচারপতি

Law News24.com News Archive

আর্কাইভ