উন্নত চিকিৎসার জন্য আগামী ৭ জানুয়ারি (মঙ্গলবার) রাতে লন্ডনের উদ্দেশে রওনা দেবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। রোববার (৫ জানুয়ারি) রাতে গুলশানের বাসভবন ফিরোজায় খালেদা জিয়ার সাথে দেখা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা।
পরে গণমাধ্যমকে এ তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ৭ তারিখ রাতে তিনি লন্ডনের উদ্দেশে রওনা করবেন। তার জন্য দোয়া করবেন।
মির্জা ফখরুল বলেন, লন্ডনে যাওয়ার আগে খালেদা জিয়াকে বিদায়ী শুভেচ্ছা জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্যরা। সাক্ষাতে বিএনপি নেত্রীর সাথে দলের সিনিয়র নেতাদের কোনো রাজনৈতিক আলোচনা হয়নি।
বাংলাদেশ সময়: ২২:২৯:৫২ ১৯ বার পঠিত