স্টেশনের মনিটরে অশ্লীল দৃশ্য: জড়িতদের শনাক্তে আদালতের নির্দেশ

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » স্টেশনের মনিটরে অশ্লীল দৃশ্য: জড়িতদের শনাক্তে আদালতের নির্দেশ
রবিবার, ৫ জানুয়ারী ২০২৫



স্টেশনের মনিটরে অশ্লীল দৃশ্য: জড়িতদের শনাক্তে আদালতের নির্দেশ

কমলাপুর রেলস্টেশনের মনিটরে অশ্লীল ভিডিও প্রদর্শনের সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে নির্দেশ দিয়েছেন আদালত। রোববার ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম সোহাগ স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। আগামী ৩০ দিনের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। সংশ্লিষ্ট আদালতের স্টেনোগ্রাফার জালিজ মাহমুদ এ তথ্য জানিয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন ফৌজদারি কার্যবিধির ১৯০ (১) সি ধারায় স্বতঃপ্রণোদিতভাবে আমলে নিয়ে আদালত একটি মিস মামলা রেকর্ড করেন। একই সঙ্গে প্রকাশিত ও প্রচারিত সংবাদের সরেজমিনে অনুসন্ধানপূর্বক ৩০ দিনের মধ্যে জড়িত ব্যক্তিদের পূর্ণাঙ্গ নাম-ঠিকানাসহ প্রতিবেদন দাখিলের জন্য বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তাকে (ডিসিও) ঢাকাকে নির্দেশ প্রদান করেন।

অনুসন্ধানকারী কর্মকর্তাকে সার্বিক সহায়তা প্রদানের জন্য ওসি রেলওয়ে থানা, ঢাকা রেলওয়ে জেলাসহ সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করা হয়। এ বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৬ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

জানা যায়, গত ২৭ ডিসেম্বর দিনগত রাত ২টা ৫ মিনিটের দিকে কমলাপুর রেলস্টেশনে হঠাৎ ডিজিটাল মনিটরে অশ্লীল ভিডিও চলতে শুরু করে। প্রায় ২০ মিনিটের বেশি সময় ধরে চলে এ ভিডিও। এসময় যাত্রীরা বিব্রত ও ক্ষুব্ধ হন। উপস্থিত লোকজন এটি বন্ধ করার চেষ্টা করেও ব্যর্থ হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একপর্যায়ে এক যাত্রী পাথর ছুড়ে ডিজিটাল মনিটর ভেঙে ফেলেন। এ ঘটনার বিষয়ে বিভিন্ন জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়। যা ২০১২ সালের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের ৮ (৩) (৪) ও (৫) ধারা এবং ১৮৬০ সালের দণ্ডবিধি আইনের ২৯২ ও ২৯৩ ধারায় শাস্তিযোগ্য অপরাধ

বাংলাদেশ সময়: ২২:২১:৩৬   ১৩ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


স্টেশনের মনিটরে অশ্লীল দৃশ্য: জড়িতদের শনাক্তে আদালতের নির্দেশ
বেসিক ব্যাংক কেলেঙ্কারি: ১৬ মামলার ৩ তদন্ত কর্মকর্তাকে তলব
শেখ হাসিনা আবার ফিরে আসবেন, আদালতে সোলায়মান সেলিম
স্ত্রী-সন্তানসহ শাহরিয়ার আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা
শিল্পকলার সেই লাকীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
এস আলম ও পরিবারের এফএসআইবির ১২৫ অ্যাকাউন্ট জব্দের নির্দেশ
বান্দরবান আদালত চত্বরে ১০৩ টি নিস্পত্তিকৃত মামলার আলামত আইনি প্রক্রিয়া শেষে ধ্বংস।
জামিন মেলেনি বেনজীরের ক্যাশিয়ার জসিমের
রাজবাড়ীতে স্ত্রী হত্যার দায়ে স্বামী লতিফের মৃত্যুদন্ড
বিনা সুদে লাখ টাকা ঋণ অহিংস গণঅভ্যুত্থানের আহ্বায়ক মাহবুবুলসহ ১৮ জন কারাগারে

Law News24.com News Archive

আর্কাইভ