স্বপন বিশ্বাস রাজবাড়ীঃ রাজবাড়ীতে নানা আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে জেলা ছাত্রদল ।
রাজবাড়ী জেলা ছাত্রদল বুধবার (১জানুয়ারী) সকালে দলীয় কার্যালয়ে জেলা ছাত্রদলের আয়োজনে জাতীয় সংগীতের সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে।
পরে বিকাল চারটায় জেলা বিএনপি কার্যালয় থেকে আনন্দ উদ্দিপনার মধ্যে দিয়ে একটি বর্ণাঢ্য র্যালি বের করে।যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে, সেই সাথে বেনপাটির বাজনা আর নেতাকর্মীদের শ্লোগানে শ্লোগানে প্রধান সড়ক গুলো উৎসবমুখর পরিবেশ ধারন করে। রেলগেট মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে এসে র্যালি শেষ করে।
ওইসময় জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান ও সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন বক্তব্য রাখেন।
বক্তব্যে আহবায়ক রোমান বলেন ছাত্রদলের এই প্রতিষ্ঠা বার্ষিকী সফল করেছেন জেলার ৪২টি ইউনিয়নের নেতাকর্মীরা।
জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আসজাদ হোসেন আজাদ,সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সোহেল প্রামানিক, সহ-সভাপতি মোঃ হীরা শেখ,সাধারণ সম্পাদক প্যারিস হোসেন পৌর ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম রবিন কলেজ ছাত্রদলের সভাপতি টোকন মন্ডল সাধারণ সম্পাদক রুবেল মন্ডল।
এসময় রেলগেট এলাকায় নেতাকর্মীদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা যায়।
বাংলাদেশ সময়: ২১:৩২:৪৬ ৩২ বার পঠিত