হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে হাসানুল হক ইনু

প্রথম পাতা » জাতীয় » হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে হাসানুল হক ইনু
সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪



হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে হাসানুল হক ইনু

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মনির নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনায় রাজধানীর গুলশান থানায় করা মামলায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৩০ ডিসেম্বর) ইনুকে আদালতে উপস্থিত করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির গুলশান জোনাল টিমের উপ-পরিদর্শক আবু জাফর বিশ্বাস।

অন্যদিকে আসামির রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন আসামিপক্ষের আইনজীবীরা।

রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড চেয়ে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমান আসামির চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিন ইনুর আইনজীবীরা শুনানিতে আদালতকে বলেন, রাজনৈতিক কারণে হাসানুল হক ইনুকে হয়রানি করার জন্য এ মামলায় আসামি করে রিমান্ড চাওয়া হয়েছে। এ মামলায় রিমান্ড না দেওয়ার অনুরোধ করছি, প্রয়োজনে জেলগেট জিজ্ঞাসাবাদ করুন।

অন্যদিকে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বলেন, ইনু এ মামলার এজাহারভুক্ত আসামি। ইনুদের মতো ১৪ দলীয় জোটের নেতাদের ইন্ধনে শেখ হাসিনা এতবড় গণহত্যা চালিয়েছেন। তাই তার রিমান্ড প্রার্থনা করছি।

মামলার সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই গুলশান থানাধীন প্রগতি সরণিতে আন্দোলন চলাকালে বাহাদুর হোসেন মনির রাস্তা পার হয়ে বাসায় যাওয়ার সময় গুলিবিদ্ধ হন।

পরে মনিরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত ৩০ সেপ্টেম্বর নিহতের বাবা আবু জাফর রাজধানীর গুলশান থানায় শেখ হাসিনাসহ ১০৫ জনকে এজাহারভুক্ত আসামি করে একটি হত্যা মামলা করেন। এতে আরও ২০০-৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

বাংলাদেশ সময়: ২২:৩৫:৩৫   ২৭ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


আনিসুল হকের ১৪৬ কোটি টাকার অবৈধ সম্পদ, দুদকের মামলা
স্বাগত ২০২৫ নির্বাচন-সংস্কার দ্বৈরথের বছর
নতুন বছরের গর্জনটা কেমন হবে বাংলাদেশের?
বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে মামলা হত্যা-হত্যাচেষ্টা মামলার আসামি ৯৫২ পুলিশ
আনিসুল হক ও সালমানকে রক্ষার চেষ্টা অতিরিক্ত পুলিশ সুপার সানজিদাকে সাময়িক বরখাস্ত
সাবেক আইজিপি মামুনকে জিজ্ঞাসাবাদ
হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে হাসানুল হক ইনু
সাঈদীর পক্ষে সাক্ষী হওয়ায় ভারতে বন্দি ছিলেন সুখরঞ্জন বালি
‘আন্দোলনে আশুলিয়ায় একজনকে জীবিত পুড়িয়ে মেরেছে পুলিশ’
সংস্কারবিহীন নির্বাচন সম্ভব নয়: প্রধান উপদেষ্টা

Law News24.com News Archive

আর্কাইভ