স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ আনন্দ , উদ্দিপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে রাজবাড়ীতে খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন পালিত হয়েছে।
বুধবার (২৫ডিসেম্বর) সকালে রাজবাড়ী সরকারি কলেজ সংলগ্ন গীর্জায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রথমে প্রার্থনা, আলোচনা সভা ও শিশুদের নিয়ে কেক কাটা ও উপহার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।
অনুষ্ঠানে খ্রিষ্টান নেতা জেমস হালদার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর পুলিশ সুপার,মোছা. শামীমা পারভীন, ক্যাপ্টেন সাজিদ,
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ওআইসিটি) মোঃ তারিফ উল হাসান,
অতিরিক্ত পুলিশ সুপার নাহিদা জুই।
এছাড়াও প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বড়দিন উপলক্ষে অনুষ্ঠানে আগত সবাই খুবই খুশি, বিশেষ করে শিশুদের আনন্দ ছিল চোখের পড়ার মত।
বাংলাদেশ সময়: ৬:৪২:০৪ ৪২ বার পঠিত