লালমোহনে ফুটপাতের অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান

প্রথম পাতা » সারাদেশ » লালমোহনে ফুটপাতের অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪



---


এম রিয়াজ উদ্দিন, লালমোহন  (ভোলা) প্রতিনিধি

ভোলার লালমোহন পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে  উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৌর শহরের বিভিন্নস্থানে ফুটপাত দখলমুক্ত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. শাহ আজিজের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে ফুটপাত দখল করে রাখা দেড় শতাধিক দোকানপাটসহ বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।


লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. শাহ আজিজ বলেন, ফুটপাত দখল করে অবৈধ দোকানপাট নির্মাণের ফলে পৌরশহরের সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হচ্ছে। যার জন্য স্থানীয়রা দীর্ঘদিন ধরে ফুটপাত দখলমুক্ত করার দাবি জানিয়ে আসছিলেন। ওই দাবির ভিত্তিতে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। তবে এর আগে এসব স্থাপনা সরিয়ে নিতে তাদের কয়েকবার নোটিশ প্রদানসহ মাইকিং করে সতর্ক করা হয়েছে। তবুও তারা নিজেদের ইচ্ছায় ফুটপাত ছাড়েন নি। যার জন্য উচ্ছেদ অভিযানের মাধ্যমে পৌর শহরের বিভিন্ন এলাকার অন্তত দেড় শতাধিক অবৈধ দোকানপাটসহ বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। খুব শিগগিরই এসব স্থানে সৌন্দর্য বর্ধনের জন্য কাজ শুরু করা হবে। এছাড়া অবৈধ দখলের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।

উচ্ছেদ অভিযানে বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার ফিরোজ কবির, লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা মো. আরিফ হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বাজার ব্যবসায়ী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১:৪৪:১৩   ২৬ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


লালমোহনে ফুটপাতের অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান
রাজবাড়ীতে ডিবি’র অভিযানে ৭কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
কিশোরগঞ্জে ছেলের বিরুদ্ধে মায়ের মামলা
উপ সচিব ও তদুর্দ্ধ পর্যায়ের কর্মকর্তাদের সমন্ধয়ে বিএএসএসপিও-২৫ আহবায়ক কমিটি গঠিত হয়েছে।
রাজবাড়ীতে ‘‘বিশেষ টাস্কফোর্স’’ কমিটির মাধ্যমে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা
লালমোহনে মাদরাসা শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা ও সংবর্ধনা
যশোরে নাশকতা মামলায় আওয়ামী লীগের ১২৫ নেতাকর্মী কারাগারে
বুয়েট ছাত্রের মৃত্যুর ঘটনায় তিন আসামি ২ দিনের রিমান্ডে
ইজতেমা মাঠে সংঘর্ষ রিমান্ডে সাদপন্থি মুয়াজ বিন নূর
বিচার বিভাগীয় তদন্ত দাবি আইনজীবী আলিফ হত্যা: তদন্ত কমিটি থেকে অব্যাহতি চেয়েছেন সব সদস্য

Law News24.com News Archive

আর্কাইভ