লালমোহনে মাদরাসা শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা ও সংবর্ধনা

প্রথম পাতা » সারাদেশ » লালমোহনে মাদরাসা শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা ও সংবর্ধনা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪



---

এম রিয়াজ উদ্দিন, লালমোহন  (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহনে মাদরাসা শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা ও  ভোলার জেলার  কৃতি সন্তান প্রফেসর ড. মোহাম্মদ অলী উল্যাহ ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ডীন নিযুক্ত হওয়ায় সংবর্ধনা অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে ফাযিল (স্নাতক) ও কামিল (স্নাতকোত্তর) মাদরাসা পরিবার, লালমোহন, ভোলা এর আয়োজনে লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসার হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

লালমোহন ইসলামিয়া কামিল (স্নাতকোত্তর) মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মোশাররফ হোসাইন এর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন  ইসলামি অারবি বিশ্ববিদ্যালয়ের কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড.মোহাম্মদ অলী উল্যাহ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক ও উন্নয়ন পরিকল্পনা মো. জিয়াউর রহমান, সাতারকুল আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. মোশাররফ হোসাইন।

লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসার   ইসলামের ইতিহাস ও সংস্কৃতি  বিষয়ের সহকারী অধ্যাপক মো. ফিরোজ আলমের  সঞ্চালনায় এসময় আরও বক্তব্য প্রদান করেন, লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা মো. আবদুল হক, গজারিয়া ইসলামিয়া ফাযিল (ডিগ্রি) মাদরাসার অবসরপ্রাপ্ত  অধ্যক্ষ মাওঃ মোঃ আবু তৈয়ব ও বর্তমান অধ্যক্ষ  মাওঃ মুহাম্মদ রফিকুল ইসলাম খাঁন, মজমের হাট ফাযিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ  মাওঃ মোঃ ফয়জুল আলম, চতলা ফাযিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু জাফর মো. মাইনুদ্দিন,রমাগঞ্জ তোফালিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মো. হোসেন প্রমুখ।

এসময়  লালমোহন উপজেলার দাখিল, আলিম, ফাযিল ও কামিল মাদরাসার অধ্যক্ষ,সুপার ও শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন ।

বাংলাদেশ সময়: ১৫:০৮:০৪   ১১ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


কিশোরগঞ্জে ছেলের বিরুদ্ধে মায়ের মামলা
উপ সচিব ও তদুর্দ্ধ পর্যায়ের কর্মকর্তাদের সমন্ধয়ে বিএএসএসপিও-২৫ আহবায়ক কমিটি গঠিত হয়েছে।
রাজবাড়ীতে ‘‘বিশেষ টাস্কফোর্স’’ কমিটির মাধ্যমে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা
লালমোহনে মাদরাসা শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা ও সংবর্ধনা
যশোরে নাশকতা মামলায় আওয়ামী লীগের ১২৫ নেতাকর্মী কারাগারে
বুয়েট ছাত্রের মৃত্যুর ঘটনায় তিন আসামি ২ দিনের রিমান্ডে
ইজতেমা মাঠে সংঘর্ষ রিমান্ডে সাদপন্থি মুয়াজ বিন নূর
বিচার বিভাগীয় তদন্ত দাবি আইনজীবী আলিফ হত্যা: তদন্ত কমিটি থেকে অব্যাহতি চেয়েছেন সব সদস্য
বিদেশে পলাতক ১৯ নাবিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
লালমোহনে সাদপন্থীদের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

Law News24.com News Archive

আর্কাইভ