বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত সচিব ইসমাইল হোসেনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের (প্রশাসন) ১১তম ব্যাচের সদস্য এবং সাবেক ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ছিলেন।
শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে সিএমএম আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করলে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।
এর আগে, শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে যুক্তরাষ্ট্র যাওয়ার সময় ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
বিমানবন্দরের গোয়েন্দা সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রে যাওয়ার উদ্দেশে বিমানবন্দর গিয়েছিলেন ইসমাইল হোসেন। পরে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ।
আটকের পর ডিবি কার্যালয়ে নিয়ে তার পিসিপিআর যাচাই-বাছাই করা হয়। পরবর্তীতে ডিবির সাইবার সিকিউরিটি অ্যান্ড সাপোর্ট সেন্টারের যুগ্ম কমিশনার মোহাম্মদ রিয়াজুল হক (উত্তর) ও সৈয়দ হারুন অর রশীদ (দক্ষিণ) ইসমাইল হোসেনকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেন।
বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান জানান, সাবেক সচিব ইসমাইলকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
ছাত্র-জনতার গণভ্যুত্থানে ৫ আগস্ট ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতনের পর পর বাধ্যতামূলক অবসর দেওয়া হয় ইসমাইল হোসেনকে।
বাংলাদেশ সময়: ৬:১৬:৪৪ ৬ বার পঠিত