স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ
বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি’র রাজবাড়ী জেলা শাখার সাধারন সম্পাদক, রাজবাড়ী সরকারি কলেজের সাবেক ভিপি ও রাজবাড়ী বারের এ্যাড. রেজাউল করিম রেজার ৩য় মৃত্যু বার্ষিকীতে
স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ডিসেম্বর) বিকাল চারটায় রাজবাড়ী ওয়াকার্স পাটির আয়োজনে শহরের নিজ কার্যালয়ে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
স্মরণসভায় জেলা ওয়াকার্স পাটির সভাপতি কমরেড জ্যোতি শংকর ঝন্টু এর সভাপতিত্বে, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অরুন সরকার এর সঞ্চালনায়
বক্তব্য রাখেন, এ্যাড. আরব আলী,সাবেক ভিপি, এ্যাড. রফিকুল ইসলাম রফিক, কমরেড শুকুমার মন্ডল, কৃষক সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, কমরেড শাহাদাত হোসেন, কমরেড এনায়েত আলী, কমরেড গোলাম কাদের, জেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ফকির শাহাদাত হোসেন, জেলা কৃষক সমিতির সভাপতি সলেমান আলী দুলু, জেলা জাসদ সভাপতি মনিরুল হক,
জেলা সি.পি.বি সভাপতি আব্দুল সামাদ মিয়া এবং প্রয়াত রেজার বড় ভাই রাজা হাসানসহ আরো অনেকে।
সভায় প্রয়াত নেতা কমরেড রেজার স্মরণে দাড়িয়ে এক মিনিট নীরবতা পালন শেষে তাঁর বর্ণাঢ্য কর্মময় ও রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করা হয়।
উল্লেখ্য গত ২০২১সালের ১৯ ডিসেম্বর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন এ্যাড. রেজাউল করিম রেজা।
বাংলাদেশ সময়: ১৯:৩৬:০২ ৫২ বার পঠিত