কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় রঞ্জন (২৫) নামে এক অটোরিকশা চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রঞ্জন বড় আজলদী গ্রামের হাজী বাড়ীর মৃত শাহাব উদ্দিনের ছেলে।
শনিবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের বড় আজলদী গ্রামে নিজ বাড়ীতে তার মরদেহ উদ্ধার করা হয়।
আরও পড়ুনঃ ভোলার লালমোহনে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, রঞ্জনের উপার্জনের একমাত্র সম্ভল ছিল এই একটি অটোরিকশা। কিছুদিন পূর্বে তার ওই অটোরিকশাটি চুরি হয়। পরবর্তীতে ঋণ নিয়ে সে আরও একটি অটোরিকশা ক্রয় করে। সেটিও শনিবার সকালে চুরি হয়ে যায়। বিকেলের দিকে তার মা তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে অটোরিকশা চার্জের ঘরে গিয়ে ঘরের আড়ার সাথে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়। স্থানীয়দের ধারণা উপার্জনে একমাত্র সম্ভল এই অটোরিকশা চুরি হওয়ার অভিমান থেকে সে আত্মহত্যা করতে পারে। তার লাশের পাশে একটি চিরকুটও উদ্ধার করা হয়। তাতে লিখা ছিল ” আমার এই অটো গাড়ি চুরি হয়ে গেছে তাই আমি আত্মহত্যা করিছি। তাই আমার মারে কেউ কষ্ট দিবেন না দয়া করে, মা তোমার দাবি আমি দিতে পারলাম না!”
পাকুন্দিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯:৪৬:২৭ ১৮৮ বার পঠিত