লালমোহন (ভোলা) প্রতিনিধি :
দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা প্রতিপাদ্যে ভোলার লালমোহনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। সোমবার সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও দুদক পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা ও বেলুন উত্তোলনের মধ্যদিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। এরপর এ উপলক্ষ্যে মানববন্ধন করা হয় এবং মানববন্ধন শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লালমোহন উপজেলা প্রশাসন ও লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আলোচনা সভায় সভাপত্বিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুর রব মাস্টার। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, লালমোহন থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম, লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. মোশাররফ হোসাইন, সমাজ সেবা কর্মকর্তা মো. মাসুদ তালুকদার , যুব উন্নয়ন কর্মকর্তা খলিলুর রহমান ইমন, নির্বাচন কর্মকর্তা মো. সোহেল, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ মার্জিয়া প্রমূখ।
দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক শাহীন কুতুব, শিক্ষক শিহাব উদ্দিন, ছাত্রী সুমাইয়া, স্বেচ্ছাসেবী সংগঠনের মো. রফিকুল ইসলাম, রক্তদান কর্মসূচির মো. ফিরোজ, দুপ্রক সদস্য মাওলানা নুরুল্যাহ প্রমূখ। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম দুলাল।
আলোচনায় বক্তরা বলেন, দুর্নীতি একটি সামাজিক ব্যাধি। এর বিরুদ্ধে পরিবার থেকে প্রতিরোধ শুরু করা উচিত। মসজিদের ইমামগণ এ ব্যাপারে আলোচনা করতে পারেন। ধর্মীয় সঠিক চর্চা করতে হবে। নিজ থেকে পরিবর্তন শুরু করতে হবে। দুর্নীতি প্রতিরোধের জন্য সকলকে স্বোচ্চার হতে হবে। সামাজিকভাবে দুর্নীতিরবাজদের ঘৃনা করা উচিত। শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতির বিরুদ্ধে আলোচনা করলে শিক্ষার্থীরা শিখতে পারবে।
বাংলাদেশ সময়: ১৮:২৯:২১ ৪৪ বার পঠিত