চট্টগ্রামে আইনজীবী হত্যা মামলায় জবানবন্দি দিলেন আসামি চন্দন দাস

প্রথম পাতা » প্রধান সংবাদ » চট্টগ্রামে আইনজীবী হত্যা মামলায় জবানবন্দি দিলেন আসামি চন্দন দাস
মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪



চট্টগ্রামে আইনজীবী হত্যা মামলায় জবানবন্দি দিলেন আসামি চন্দন দাস

চট্টগ্রাম আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আসামি চন্দন দাস।

সোমবার (৯ ডিসেম্বর) বিকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালতে এ জবানবন্দি দেন তিনি।

মামলার তদন্তকারী কর্মকর্তা মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত বুধবার রাতে চন্দনকে ভৈরব থেকে গ্রেপ্তার করা হয়। পরে শুক্রবার তাকে আদালতে তোলা হলে পুলিশের আবেদনের প্রেক্ষিতে ৭ দিনের রিমান্ডে মঞ্জুর করেন বিচারক। সোমবার দুপুর ১২টার দিকে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় চন্দন।

প্রাথমিকভাবে চন্দন নিজে এবং তার আরেক সহযোগী রিপন মিলে আইনজীবী আলিফকে কোপানোর কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। জবানবন্দি দেওয়ার পর চন্দনকে আইনানুযায়ী কারাগারে পাঠিয়েছেন আদালত।

রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর হওয়াকে কেন্দ্র করে গত ২৬ নভেম্বর আদালত প্রাঙ্গণে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় সাইফুলের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। এছাড়া পুলিশের ওপর হামলা, কাজে বাধাদান এবং আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলা, ককটেল বিস্ফোরণের ঘটনায় আরও পাঁচটি মামলা হয়। ইতোমধ্যে ৬ মামলায় গ্রেপ্তার হয়েছে ৪০ জন। তাদের মধ্যে হত্যায় জড়িত অভিযোগে ১০ জন গ্রেপ্তার করা হয়।

বাংলাদেশ সময়: ১১:২৫:৩৯   ৩৭ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


বিচার বিভাগীয় তদন্ত দাবি আইনজীবী আলিফ হত্যা: তদন্ত কমিটি থেকে অব্যাহতি চেয়েছেন সব সদস্য
পশ্চিম তীরে মসজিদে আগুন দিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা
সিরিয়ায় নিখোঁজ মানুষের খবর জানতে আইনজীবী নিয়োগ করলো জাতিসংঘ
উপদেষ্টা মাহফুজের ফেসবুক পোস্টে ‘তীব্র প্রতিবাদ’ জানালো ভারত
হাসান আরিফ ছিলেন দেশের উজ্জ্বল নক্ষত্র: আইনজীবীরা
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে যে বিশ্বরেকর্ড গড়ল বাংলাদেশ
আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয়তা নিয়ে প্রশ্ন রাজধানীতে ব্যস্ত সড়কে ছিনতাই, ঝরছে প্রাণও
পূর্ণাঙ্গ রায় প্রকাশ ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা নতুন করে তদন্ত হওয়া উচিত: হাইকোর্ট
বিদেশে পলাতক ১৯ নাবিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
শেখ হাসিনার নির্দেশেই ইন্টারনেট বন্ধ হয়: পলক

Law News24.com News Archive

আর্কাইভ