হরেন্দ্রনাথ নির্দোষ, ২০ লাখ টাকা খরচা দেওয়ার নির্দেশ

প্রথম পাতা » প্রধান সংবাদ » হরেন্দ্রনাথ নির্দোষ, ২০ লাখ টাকা খরচা দেওয়ার নির্দেশ
মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪



হরেন্দ্রনাথ নির্দোষ, ২০ লাখ টাকা খরচা দেওয়ার নির্দেশ

কুষ্টিয়ার খোকসার হেলালপুর গ্রামের বাসিন্দা হরেন্দ্রনাথ চন্দ্র। অর্থঋণ আদালতের মামলায় তার ৪০ বছরের আইনি লড়াইয়ের সমাপ্তি হলো। দীর্ঘ সময় তাকে কাটাতে হয়েছে আদালতে। দেশের সর্বোচ্চ আদালত সোনালী ব্যাংক কর্তৃপক্ষের করা আবেদন খারিজ করে দিয়েছে। একই সঙ্গে ২০ লাখ টাকা খরচা প্রদান করতে ব্যাংককে নির্দেশ দেওয়া হয়েছে। তিন মাসের মধ্যে এই অর্থ হরেন্দ্রনাথকে দিতে ব্যাংক কর্তৃপক্ষকে বলেছে আদালত। বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ সোমবার এই আদেশ দেন।

আদেশের বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন ব্যারিস্টার ওমর ফারুক। তিনি বলেন, সোনালী ব্যাংক হরেন্দ্রনাথকে অহেতুক হয়রানি করতে মিথ্যা মামলা করে। ইচ্ছে করে মামলাটি দীর্ঘসূত্রিতার সৃষ্টি করা হয়েছিল। আমাদের দেশে ভুয়া ও মিথ্যা মামলা এমনভাবে হচ্ছে, এসব মামলা বন্ধ করার জন্য ক্ষতিপূরণের আদেশ সবচেয়ে বড় ভূমিকা পালন করবে।

রায়ে সন্তোষ প্রকাশ করে হরেন্দ্রনাথ বলেন, এ মামলা চালাতে গিয়ে ১৪ বিঘা ফসলি সম্পত্তি চলে গেছে। ভিটে-মাটি চলে গেছে। আদালতের রায়ে আমি আজ পরিত্রাণ পেলাম।

মামলার নথিপত্র থেকে জানা যায়, ১৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ১৯৮৮ সালে ক্যাশিয়ার হরেন্দ্রনাথসহ ৯ জনের বিরুদ্ধে অর্থঋণ আদালতে মামলা করে সোনালী ব্যাংক যাত্রাবাড়ী শাখা। দোষী সাব্যস্ত করে সমুদয় অর্থ ফেরত দেওয়ার আদেশ দেয় আদালত। এর বিরুদ্ধে আপিল করেন তিনি। ১৯৯২ সালের ১৯ আগস্ট ঢাকার যুগ্ম জেলা জজ আদালত আপিল গ্রহণ করে বিচারিক আদালতের আদেশ বাতিল করে। ঐ রায়ের বিরুদ্ধে সোনালী ব্যাংক ২০১৯ সালে আপিল করে। ২০২২ সালের ২৯ আগস্ট এ আপিল খারিজ করে দেয় হাইকোর্ট। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে ব্যাংক কর্তৃপক্ষ। শুনানি শেষে লিভ টু আপিল নিষ্পত্তি করে দেয় আপিল বিভাগ।

বাংলাদেশ সময়: ১১:২৩:১৪   ৩৮ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


বিচার বিভাগীয় তদন্ত দাবি আইনজীবী আলিফ হত্যা: তদন্ত কমিটি থেকে অব্যাহতি চেয়েছেন সব সদস্য
পশ্চিম তীরে মসজিদে আগুন দিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা
সিরিয়ায় নিখোঁজ মানুষের খবর জানতে আইনজীবী নিয়োগ করলো জাতিসংঘ
উপদেষ্টা মাহফুজের ফেসবুক পোস্টে ‘তীব্র প্রতিবাদ’ জানালো ভারত
হাসান আরিফ ছিলেন দেশের উজ্জ্বল নক্ষত্র: আইনজীবীরা
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে যে বিশ্বরেকর্ড গড়ল বাংলাদেশ
আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয়তা নিয়ে প্রশ্ন রাজধানীতে ব্যস্ত সড়কে ছিনতাই, ঝরছে প্রাণও
পূর্ণাঙ্গ রায় প্রকাশ ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা নতুন করে তদন্ত হওয়া উচিত: হাইকোর্ট
বিদেশে পলাতক ১৯ নাবিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
শেখ হাসিনার নির্দেশেই ইন্টারনেট বন্ধ হয়: পলক

Law News24.com News Archive

আর্কাইভ