এম রিয়াজ উদ্দিন, লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ফিলিস্তিনি মজলুম মুসলমানদের উপর ইসরাইলি বর্বরোচিত হামলার প্রতিবাদে কালমা ইউনিয়নের সর্বস্তরের ওলামায়েকেরাম ও তাওহীদি জনতার উদ্যোগে ভোলার লালমোহনের ডাওরী বাজারে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আল্লামা উজির আহমদ(রঃ) কমপ্লেক্সের পরিচালক হাফেজ মাওলানা ফখরুদ্দিন আল রাজি’র সভাপতিত্বে বিক্ষোভ মিছিলটি ডাওরী বাজার বড় মসজিদ থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ডাওরী হাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এসে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।।ডাওরী বাজার তালিমুল নুরানি ও হাফেজিয়া মাদরাসার শিক্ষক মোহাম্মদ অাব্দুল অাজিজের সঞ্চালনায় এ সময় গুরুত্বপূর্ণ ধর্মীয় বক্তব্য প্রদান করেন ডাওরী বাজার বড় মসজিদের খতিব মাওলানা মুশলিম শরীফ, বাসস্ট্যান্ড মসজিদের খতিব মাওলানা মোবাশ্বির আহমাদ সাদী, ডাওরী হাট ফাজিল মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা ফজলুল হক, আহমেদ হোসেন নুরানি মাদরাসার মোহতামিম মাওলানা সাইফুল ইসলাম, হযরত হাছনাইন আহমেদ সিদ্দিকি নুরানি মাদরাসার পরিচালক মাওলানা মাহবুবুর রহমান , পালোয়ান বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা মুফতি অারিফ প্রমুখ। এ সময় বক্তারা মজলুম ফিলিস্তিনিদের পক্ষে সকল বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
বাংলাদেশ সময়: ১৯:০৭:৪৪ ১২৭ বার পঠিত