আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, বাংলাদেশের তীব্র নিন্দা-প্রতিবাদ

প্রথম পাতা » অন্তবর্তীকালীন সরকার » আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, বাংলাদেশের তীব্র নিন্দা-প্রতিবাদ
সোমবার, ২ ডিসেম্বর ২০২৪



আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা হয়েছে।

আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা হয়েছে। সোমবার কয়েকশ হিন্দু নাগরিক সেখানে হামলা চালান। বাংলাদেশের জাতীয় পতাকা ছিড়ে ফেলেন। বাংলাদেশের পতাকা নিয়ে পুলিশের সঙ্গে তাদের টানাহেঁচড়া করতে দেখা যায়। এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এর প্রেক্ষিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়ে গভীর দুঃখ প্রকাশ করেছে। এতে তারা বলেছে- আজ (সোমবার) দিনের আরও আগে আগারতলায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন চত্বরে প্রবেশের ঘটনা ঘটে।

আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হিন্দু সংঘর্ষ সমিতির সদস্যদের সহিংস বিক্ষোভ এবং হামলার ঘটনার তদন্ত, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধের আহবান জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, প্রাপ্ত তথ্যগুলো এটাই বলে যে- পূর্বপরিকল্পিতভাবে বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রধান গেট ভেঙে ভিতরে প্রবেশ করতে দেয়া হয় বিক্ষোভকারীদের। এই প্রক্রিয়ায় স্থানীয় আইন প্রয়োগকারী এজেন্সিগুলোর সদস্যদের উপস্থিতিতে তারা বাংলাদেশের জাতীয় পতাকাদণ্ড (ফ্ল্যাগ পোল) ভাংচুর করে, জাতীয় পতাকার অবমাননা করে এবং কমিশনের ভিতরে সহায়সম্পত্তির ক্ষয়ক্ষতি করে। পরিতাপের বিষয় হলো- এ সময় সহকারী হাইকমিশন প্রাঙ্গণে নিরাপত্তায় উপস্থিত স্থানীয় পুলিশ সদস্যদেরকে শুরুতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্রিয় দেখা যায়নি। ফলে হাইকমিশনের সব সদস্য এ সময় গভীর অনিরাপত্তা বোধ করে সেখান থেকে সরে যান। বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ সরকার আরও জোর দিয়ে বলতে চায় যে- বাংলাদেশের কূটনৈতিক মিশনের ওপর এই জঘন্য হামলা এবং বাংলাদেশের জাতীয় পতাকাকে অসম্মান করা হলো গত ২৮শে নভেম্বর কলকাতায় সহিংস প্রতিবাদ বিক্ষোভের মতোই আরেকটি ঘটনা। ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশন্স অনুযায়ী কূটনৈতিক মিশনগুলোতে প্রবেশের অলঙ্ঘনীয়তাকে লঙ্ঘন করেছে আগরতলার ঘটনা। যেহেতু কূটনৈতিক মিশনগুলোকে যেকোনো রকম অনুপ্রবেশ বা ক্ষতি থেকে রক্ষা করা স্বাগতিক দেশের সরকারের দায়িত্ব, তাই ভারত সরকারের প্রতি বাংলাদেশ সরকার আহ্বান জানাচ্ছে অবিলম্বে এ ঘটনার সমাধান, এর পূর্ণাঙ্গ তদন্ত এবং ভারতের ভিতরে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোকে সহিংসতা থেকে সুরক্ষিত রাখতে। কূটনীতিকদের নিরাপত্তা, কূটনীতিক নন এমন স্টাফ ও সদস্যদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করাও আহবান জানানো হয়েছে বিবৃতিতে।

বাংলাদেশ সময়: ২২:৪৮:৪৫   ৫৮ বার পঠিত  




অন্তবর্তীকালীন সরকার’র আরও খবর


হাসান আরিফ ছিলেন দেশের উজ্জ্বল নক্ষত্র: আইনজীবীরা
জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন
দুদক ও বিচার বিভাগ শেখ হাসিনার দাসে পরিণত হয়েছিল: আসিফ নজরুল
ড. ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনের ৫ মামলা বাতিলই থাকছে
আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, বাংলাদেশের তীব্র নিন্দা-প্রতিবাদ
নিরাপত্তা দিতে না পারলে ভারতকে শান্তিরক্ষী বাহিনীর সহায়তা নেয়ার পরামর্শ আসিফ মাহমুদের
রাষ্ট্র মেরামত ছাড়া বিদায় নিলে এই প্রজন্ম কাঠগড়ায় দাঁড় করাবে: শফিকুল আলম
কলকাতায় বাংলাদেশের পতাকা অবমাননার ঘটনায় ঢাকার তীব্র নিন্দা
ব্যাটারিচালিত রিকশা চলাচলে নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত
ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে আপিলের বিধান থাকছে: ড. আসিফ নজরুল

Law News24.com News Archive

আর্কাইভ