রাষ্ট্র মেরামত ছাড়া বিদায় নিলে এই প্রজন্ম কাঠগড়ায় দাঁড় করাবে: শফিকুল আলম

প্রথম পাতা » অন্তবর্তীকালীন সরকার » রাষ্ট্র মেরামত ছাড়া বিদায় নিলে এই প্রজন্ম কাঠগড়ায় দাঁড় করাবে: শফিকুল আলম
শনিবার, ৩০ নভেম্বর ২০২৪



রাষ্ট্র মেরামত ছাড়া বিদায় নিলে এই প্রজন্ম কাঠগড়ায় দাঁড় করাবে: শফিকুল আলম

অন্তর্বর্তী সরকার এমনভাবে কাজ করতে চায়, যাতে বাংলাদেশের গণতন্ত্র আগামী আড়াইশ বছরের জন্য শক্তিশালী হয়, এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, রাষ্ট্র মেরামত না করেই যদি অন্তর্বর্তী সরকার চলে যায়, তাহলে এই প্রজন্ম আমাদের কাঠগড়ায় দাঁড় করাবে। ছয়টি সংস্কার কমিশনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার আয়োজন শুরু হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) সকালে রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। সংস্কার কাজের বিপরীতে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে বলেও এ সময় অভিযোগ করেন শফিকুল আলম।

প্রেস সচিব বলেন, গত ১৫ বছরের আন্দোলন আমাদের এ জায়গায় নিয়ে এসেছে। বর্তমান অস্থিরতার মধ্যে দাঁড়িয়ে আমরা সংস্কারের কথা বলছি। কেমন বাংলাদেশ চাই, তা নিয়ে এখন যে তর্ক চলছে আমরা সেটাই চেয়েছিলাম।

এক-এগারোর সময়কে মনে করিয়ে শফিকুল আলম বলেন, মঈন-ফখরুদ্দিনের ওপর মানুষের যে রাগ, সেটির কারণ হচ্ছে তারা সেই সময়ের প্রেক্ষাপটে কোনো সংস্কার না করেই দ্রুত দায়সারা একটি সমাধান হাজির করেছিল। এরপর নিজেরাও প্রস্থান করেছিল।

তিনি আরও বলেন, ১৯৭৬ থেকে ‘৮০ পর্যন্ত যে ধরনের সংস্কার হয়েছিল, আমরাও সেই ধরনের কিছু সংস্কার করতে চাই। এতে আগামী দুই থেকে আড়াইশ বছর বাংলাদেশের রাজনৈতিক স্থিস্তিশীলতা টিকে থাকবে।

সুস্থ রাজনৈতিক পরিবেশ বজায় রেখে আগামীতে সুষ্ঠু নির্বাচন আয়োজনে বিভিন্ন প্রস্তাব দেয়া হয় এ সেমিনারে। ক্ষমতায় এসে আর কেউ যাতে ফ্যাসিস্ট রূপ নিতে না পারে সে বিষয়ে সর্তক থাকার আহ্বানও জানানো হয়।

বাংলাদেশ সময়: ২১:২১:৩৪   ৫৯ বার পঠিত  




অন্তবর্তীকালীন সরকার’র আরও খবর


হাসান আরিফ ছিলেন দেশের উজ্জ্বল নক্ষত্র: আইনজীবীরা
জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন
দুদক ও বিচার বিভাগ শেখ হাসিনার দাসে পরিণত হয়েছিল: আসিফ নজরুল
ড. ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনের ৫ মামলা বাতিলই থাকছে
আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, বাংলাদেশের তীব্র নিন্দা-প্রতিবাদ
নিরাপত্তা দিতে না পারলে ভারতকে শান্তিরক্ষী বাহিনীর সহায়তা নেয়ার পরামর্শ আসিফ মাহমুদের
রাষ্ট্র মেরামত ছাড়া বিদায় নিলে এই প্রজন্ম কাঠগড়ায় দাঁড় করাবে: শফিকুল আলম
কলকাতায় বাংলাদেশের পতাকা অবমাননার ঘটনায় ঢাকার তীব্র নিন্দা
ব্যাটারিচালিত রিকশা চলাচলে নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত
ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে আপিলের বিধান থাকছে: ড. আসিফ নজরুল

Law News24.com News Archive

আর্কাইভ