সুনামগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থীতা ঘোষণা করলেন ব্যারিস্টার আনোয়ার

প্রথম পাতা » সারাদেশ » সুনামগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থীতা ঘোষণা করলেন ব্যারিস্টার আনোয়ার
বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪



---

সুনামগঞ্জ-৩ ( শান্তিগঞ্জ- জগন্নাথপুর) আসনে নিজেকে বিএনপি দলীয় সম্ভাব্য প্রার্থী  হওয়ার ঘোষণা দিয়েছেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদ্য সাবেক সহ-সভাপতি ও যুক্তরাজ্য জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি  ব্যারিস্টার আনোয়ার হোসেন।


বুধবার (১৩ নভেম্বর’২০২৪) দুপুরে শান্তিগঞ্জ উপজেলার নিজ রাজনৈতিক  কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, মাটি ও মানুষের কল্যাণের ব্রত নিয়ে যুক্তরাজ্যর সমৃদ্ধ ও আরাম আয়েশের জীবন বাদ দিয়ে দীর্ঘ এক যুগ ধরে তিনি রাজনৈতিক কর্মি হিসেবে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমানেরজাতীয়তাবাদের আদর্শ বাস্তবায়নের পথ প্রান্তের ঘুরে বেড়াচ্ছেন। দলকে তৃণমূলে সুসংগঠিত করতে ও ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলন করতে গিয়ে জেল, জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন বলে উল্লেখ করেন।


তিনি বলেন, সিনিয়র নেতাদের হয়রানী ও মামলা-হামলার প্রতিবাদ করায় ২০১২ সালের নভেম্বরে আমাকে আমার দেশ অফিস থেকে গ্রেফতার করা হয়। এভাবে জাতীয়তাবাদী দলের আদর্শ প্রচারের কারণে মামলা-মোকদ্দমা দিয়ে হয়রানি করা হয়েছে আমাকে। কিন্তু এসব প্রতিকূলতা ডিঙিয়ে জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে তৃণমূলে কাজ করে যাচ্ছি আমি। এখন তৃণমূলের মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়েই আগামী জাতীয় নির্বাচনে প্রার্থিতা হওয়ার ঘোষণা দিচ্ছি ।এ সময় তিনি আগামী নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে ওই আসনে প্রার্থী হিসেবে বিবেচনা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।  স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্থরের নেতাকর্মীরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৫৭:৩৪   ১৫ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


সুনামগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থীতা ঘোষণা করলেন ব্যারিস্টার আনোয়ার
ভোলার সাবেক এমপি আলী আজম মুকুল গ্রেফতার
আবাসিক গ্যাস সংযোগসহ ইন্ট্রাকোর অবৈধ চুক্তি বাতিল দাবিতে ভোলা-বরিশাল সেতু বাস্তবায়নে বিক্ষোভ মিছিল
রাজবাড়ীতে তানভীর শেখ নামে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
কক্সবাজারে হোটেল থেকে আটক ১৮ ইউপি সদস্যের ১৫ জন কারাগারে
জিয়াউর রহমান এর শাসন আমল বাংলাদেশের স্বর্নযুগ - মেজর (অব:) হাফিজ
রাজবাড়ীতে জিয়া সাইবার ফোর্স কমিটি’র রিফাত সভাপতি শাওলীন সম্পাদক
জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি আমিরুল মহাসচিব মাজহারুল
রাজবাড়ীতে নতুন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা’র যোগদান
ভোলা-বরিশাল সেতু বাস্তবায়নে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান

Law News24.com News Archive

আর্কাইভ