ইরাকের কুখ্যাত আবু ঘ্রাইব কারাগারে নির্যাতিত তিন ইরাকি বিচারে জয় পেয়েছেন। মার্কিন ফেডারেল জুরি তাদেরকে চার কোটি ২০ লাখ ডলার ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিষয়ক এক কন্ট্রাক্টরের বিরুদ্ধে এই রায় দিয়েছে জুরি। অনলাইন আল জাজিরা এ খবর দিয়ে বলেছে, ১৫ বছর ধরে চলা এই মামলার শেষ হলো অবশেষে মঙ্গলবার। এদিন ভার্জিনিয়াভিত্তিক কন্ট্রাক্টর সিএআিই’র বিরুদ্ধে ওই রায় হয়। ওই কারাগারে এই সংস্থার বেসামরিক নাগরিকরা কাজ করার দায়িত্বে ছিলেন। সেখানে সাধারণ ইরাকিদের ওপর অকথ্য নির্যাতন চালানো হয়। তাদেরকে নগ্ন করে উল্লাস করা হয়। যৌন নির্যাতন করা হয়। প্রহার করা হয়। সবাইকে নগ্ন করে একজনের ওপর আরেকজন, তার ওপর আরেকজন- এভাবে স্তূপ করা হয়। এ ছবি প্রকাশ পেলে সারাবিশ্বে তোলপাড় হয়। এ ঘটনাই আবু ঘ্রাইব কারাগারকে কুখ্যাত করে তোলে। জুরি যাদের জন্য ক্ষতিপূরণ হিসেবে ওই অর্থ দেয়ার নির্দেশ দিয়েছে তারা হলেন সুহেইল আল শিমারি, সালাহ আল ইজাইলি এবং আসাদ আল জুবেই। প্রতিজনকে ৩০ লাখ ডলার করে ক্ষতিপূরণ এবং তাদের ক্ষতি করার শাস্তি হিসেবে প্রতিজনকে এক কোটি দশ লাখ ডলার করে দেয়ার নির্দেশ দিয়েছে জুরি। মে মাসে আলাদাভাবে ফেডারেল এক বিচার শেষ হয় জুরিদের ঝুলন্ত সিদ্ধান্তে।
উল্লেখ্য, নির্যাতিত আল শিমারি ইরাকের মাধ্যমিক একটি স্কুলের প্রিন্সিপ্যাল। আল ইজাইলি একজন সাংবাদিক এবং আল জুবেই একজন ফল বিক্রেতা। তাদের ওপর যেসব নির্যাতন চালানো হয়েছে এ বিষয়ে সাক্ষ্য দিয়েছেন। তারা বলেছেন, সিএসিআই-এর জিজ্ঞাসাবাদকারীরা নিজেরা নির্যাতন চালায়নি। তবে তারা জড়িত। কারণ, তারা যাদেরকে দিয়ে জিজ্ঞাসাবাদ করিয়েছে তারা তাদেরই লোক। যুক্তরাষ্ট্রের অবসরপ্রাপ্ত দু’জন জেনারেলের কাছ থেকে পাওয়া রিপোর্টকে এক্ষেত্রে তথ্যপ্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়। তারা ওই নির্যাতনের দৃশ্য প্রামাণ্য আকারে ধারণ করেছিলেন। তাতে দেখা যায়, ওইসব নির্যাতনে জড়িত সিএসিআই-এর অনেক জিজ্ঞাসাবাদকারী। বেশির ভাগ নির্যাতন সংঘটিত হয় ২০০৩ সালে। ওই সময় জেলখানার ভিতরে কাজ করছিলেন সিএসিআই-এর কর্মচারীরা।
বাংলাদেশ সময়: ২২:৩৭:১৯ ১৮ বার পঠিত