জুলাই অভ্যুত্থান সফল না হলে হয়ত জেলে থাকতাম: ফারুকী

প্রথম পাতা » অন্তবর্তীকালীন সরকার » জুলাই অভ্যুত্থান সফল না হলে হয়ত জেলে থাকতাম: ফারুকী
সোমবার, ১১ নভেম্বর ২০২৪



জুলাই অভ্যুত্থান সফল না হলে হয়ত জেলে থাকতাম: ফারুকী

দায়িত্ব নিয়ে প্রথম দিন অফিস করলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। কেমন কাটলো প্রথম দিনের সরকারি গুরুদায়িত্ব? কেমন পেয়েছেন টিমমেট? কী কী করতে চান অদূর ভবিষ্যতে? এমন নানা বিষয়ে প্রশ্ন এলো সাংবাদিকদের তরফে। স্বভাবসুলভ ভঙ্গিতে সব প্রশ্নের উত্তর দিয়ে গেলেন ফারুকী।

সোমবার (১১ নভেম্বর) মন্ত্রণালয়ের সভাকক্ষে ফারুকী বলেন, গতকাল (রোববার) পর্যন্ত উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার বিষয়ে ‘না’তে ছিলাম। পরে এসে হ্যাঁ বললাম। কারণ, আমি দেশের জন্য কিছু করতে চাই। সবচেয়ে বড় কথা হলো, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে কাজ করতে চাই। ব্যক্তিগত কাজের সূত্রে আগে থেকেই তার কাজের ধরণের সঙ্গে যোগাযোগ ছিল বলেও জানান ফারুকী।

তিনি বলেন, জুলাই অভ্যুত্থান সফল না হলে আজ হয়ত আমি জেলে থাকতাম। তবে, উপদেষ্টা হবার মতো কোনো লক্ষ্য থেকে ফ্যাসিবাদের বিরোধীতা করিনি। আমি শিল্পী, যখন যেটা খারাপ মনে হয় বলে যাবো। শিল্পীর কোনো দল নেই।

বিগত দিনে নিজের বেশ কয়েকটি লেখার কথা উল্লেখ করে সংস্কৃতি উপদেষ্টা বলেন, এসব লেখার কারণে কেউ কেউ আমাকে কখনও জামায়াত-শিবির বানিয়েছে। কখনও অন্য দল। কিন্তু অনেকে ভাবেনি, একটা লোককে কোনো দল নিজেদের ভাবছে না কেন? কারণ, আমি কোনো দলেরই না।

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নিজের ওপর আসা চাপের দু-একটি উদাহরণও দেন ফারুকী। বলেন, একটি লেখার জন্য আমার সব ট্যাক্সের ফাইল ধরে তদন্ত শুরু হয়েছিল। তিশা (ফারুকী স্ত্রী) ও আমাকে তদন্তের মুখোমুখি করা হয়েছিল।

এক সাংবাদিক ফারুকীকে নিয়ে বিএনপি নেতা মেজর (অব.) হাফিজের করা একটি মন্তব্যের প্রতিক্রিয়া জানতে চান। উত্তরে ফারুকী শুরুতে মেজর হাফিজের প্রশংসা করেন। বলেন, দেশের স্বাধীনতা সংগ্রামে তার ভূমিকা ছিল। কিন্তু তিনি (মেজর হাফিজ) বোধহয় সোস্যাল মিডিয়া দ্বারা বিভ্রান্ত হয়েছেন।

এসময় বঙ্গবন্ধুর বায়োপিকে তিশার অভিনয় নিয়েও সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন আসে। ফারুকী বলেন, তিনি আপাতত এসব বিষয় নিয়ে কথা বলতে চান না।

ফারুকী বলেন, যত দিন থাকবো দায়িত্বে, কিছু কাজ করে যেতে চাই। আর যদি না পারি, তাহলে যখন চলে যাবো, তখন বলবো যে আমি ব্যর্থ।

ফারুকী বলেন, আমি যে টিম পেয়েছি, তা দুর্দান্ত। সবার সহযোগিতায় ভালো কিছুর প্রত্যাশাই করছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬:১৭:৩২   ১৯ বার পঠিত  




অন্তবর্তীকালীন সরকার’র আরও খবর


‘ঢালাও মামলায় সরকার বিব্রত’
উপদেষ্টা ফারুকী-বশিরের পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা রক্ষার আহ্বান জানিয়ে ড. ইউনূসকে সিপিজে’র চিঠি
জুলাই অভ্যুত্থান সফল না হলে হয়ত জেলে থাকতাম: ফারুকী
অন্তর্বর্তী সরকারে আবারও দফতর পুনর্বণ্টন
গুম কমিশনকে সব ধরনের সহায়তা দেয়া হবে: প্রধান উপদেষ্টা
সাইবার নিরাপত্তা আইন বাতিলে নীতিগত সিদ্ধান্ত
জাতিসংঘকে আইন উপদেষ্টা মৃত্যুদণ্ডের বিধান বাতিল করা সম্ভব না
প্রেসিডেন্টের অপসারণ আমেরিকা-সেনাসদর বৃহৎ রাজনৈতিক শক্তির সায় নেই
ইমামগণ সমাজের অন্যতম চালিকাশক্তি -ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন

Law News24.com News Archive

আর্কাইভ