বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরাইলের হামলায় নিহত ৪০

প্রথম পাতা » আন্তর্জাতিক » বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরাইলের হামলায় নিহত ৪০
রবিবার, ১০ নভেম্বর ২০২৪



বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরাইলের হামলায় নিহত ৪০

লেবাননে নৃশংস হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। শনিবার দেশটির রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়ে একাধিক শিশুসহ ৪০ লেবানিজকে হত্যা করেছে তারা। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, ইসরাইলের ভারী প্রাণঘাতী বোমা হামলার আঘাতে প্রাণ হারিয়েছেন লেবাননের বেসামরিক বাসিন্দারা। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার দিবাগত রাত থেকে হামলা শুরু করে ইসরাইলি বাহিনী। তারা বিমান থেকে মুহূর্মুহু বোমা বর্ষণ করেছে। এতে উপকূলীয় শহর টায়ারে নিহত হন সাত লেবানিজ। হামলার আগে ওই অঞ্চল খালি করার নির্দেশ দেয়া হয়েছিল বলে জানিয়েছে ইরাইল। কিন্তু শুক্রবারের ওই হামলার আগে ইসরাইলের সামরিক মুখপাত্রের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ সংক্রান্ত কোনো পোস্ট দেখা যায়নি। মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে। বোমার আঘাতে ছিন্নভিন্ন হয়ে যায় শিশুগুলোর শরীর। উদ্ধারকারীরা তাদের শরীরের বিভিন্ন অংশ জড়ো করলে তা শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা করার জন্য হাসপাতালে পাঠানো হয়। শনিবার ইসরাইলের হামলায় হিজবুল্লাহর যোদ্ধাসহ মোট ১৩ জন নিহত হন। যাদের মধ্যে সাত চিকিৎসক ছিলেন বলে জানিয়েছে মন্ত্রণালয়।

অন্যদিকে লেবাননের ঐতিহাসিক শহর বালবেকের আশেপাশে পূর্ব সমভূমি জুড়ে শনিবার ইসরাইলি হামলায় কমপক্ষে আরও ২০ জন নিহত হয়েছে। ইসরাইলি সামরিক বাহিনী বলেছে, তারা টায়ার এবং বালবেক শহরে হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। বিশেষ করে যেসব অবকাঠামোগুলোতে হিজবুল্লাহর অস্ত্র মজুদ আছে সেখানে হামলার দায় স্বীকার করেছে তারা।

উল্লেখ্য, লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ইসরাইলি হামলায়ে এখন পর্যন্ত ৩ হাজার ১৩৬ জন লেবানিজ নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ১৩ হাজার ৯৭৯ জন। যাদের মধ্যে ৬১৯ জন নারী এবং ১৯৪ জন শিশু রয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:০১:৫৭   ১৭ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


ইসরাইলকে সৌদি আরবের কড়া হুঁশিয়ারি, গাজায় গণহত্যা চলছে
রাশিয়াকে লক্ষ্য করে ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলা
বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরাইলের হামলায় নিহত ৪০
বাংলাদেশে ৬০ শতাংশ বিদ্যুৎ সরবরাহ কমালো আদানি পাওয়ার
কী ঘটেছিল জেনেভা বিমানবন্দরে
শেখ হাসিনা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী: দিল্লি
যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব আইন বাতিলের ঘোষণা ট্রাম্পের
ট্রাম্পকে বিশ্ব নেতৃবৃন্দের শুভেচ্ছা
বিদ্রোহীদের সঙ্গে শান্তি আলোচনার প্রস্তাব মিয়ানমারের জান্তা সরকারের
সরাসরি সম্প্রচার প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষণ

Law News24.com News Archive

আর্কাইভ