আ’লীগের গণজমায়েত: রাতেই জিরো পয়েন্ট দখলে নিল ছাত্র-জনতা

প্রথম পাতা » জাতীয় » আ’লীগের গণজমায়েত: রাতেই জিরো পয়েন্ট দখলে নিল ছাত্র-জনতা
শনিবার, ৯ নভেম্বর ২০২৪



আ’লীগের গণজমায়েত: রাতেই জিরো পয়েন্ট দখলে নিল ছাত্র-জনতা

রাজধানীতে আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে রাতেই জিরো পয়েন্টের নিয়ন্ত্রণ নিয়েছে ছাত্র-জনতা। শনিবার (৯ নভেম্বর) আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণার পর পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ নিজের ভেরিফায়েড প্রোফাইলে করা পোস্টে রোববার (১০ নভেম্বর) গণজমায়েতের ডাক দিয়ে লিখেছেন, ‘পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে গণজমায়েত’।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির ভেন্যুও জিরো পয়েন্ট। সেখানে দুপুর ১২টাতেই ছাত্র-জনতা জড়ো হওয়ার আহ্বান জানিয়েছে তারা। তার আগে রোববার (১০ নভেম্বর) গুলিস্তানের জিরো পয়েন্টে ‘গণতন্ত্র পুনরুদ্ধারের’ জন্য বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে আওয়ামী লীগ।

শনিবার (৯ নভেম্বর) আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টার পোস্ট করা হয়। যাতে লেখা, ‘১০ নভেম্বর আসুন জিরো পয়েন্টে, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে’। পরে আওয়ামী লীগের ফেসবুক পেজে অপর এক পোস্টে নেতাকর্মীদের উদ্দেশ্য করে লেখা হয়, ‘স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায়, গণতন্ত্র ও সুবিচার প্রতিষ্ঠায় দলে দলে ঢাকায় আসুন।’ পোস্টে বিকাল ৩টায় কর্মসূচি শুরু হবে বলে জানানো হয়। সে কর্মসূচি রুখে দিতে রাত থেকেই জিরো পয়েন্টে জড়ো হচ্ছে ছাত্র-জনতা।

বাংলাদেশ সময়: ২৩:২৭:৩৩   ১৯ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


রাষ্ট্রীয় প্রশ্রয়ে ভয়ংকর শামীম ওসমান
‘ঢালাও মামলায় সরকার বিব্রত’
আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে সরাসরি তদন্ত করতে চায় মানবাধিকার কমিশন
উপদেষ্টা ফারুকী-বশিরের পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ৬ দিনের রিমান্ডে
বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা রক্ষার আহ্বান জানিয়ে ড. ইউনূসকে সিপিজে’র চিঠি
সাবেক এমপি বাহার ও মেয়ে সূচনাসহ ৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
এজলাসে কান্নাজড়িত কণ্ঠে যে অনুরোধ শাহজাহান খানের
জুলাই অভ্যুত্থান সফল না হলে হয়ত জেলে থাকতাম: ফারুকী
দুদক চেয়ারম্যান নিয়োগে ৫ সদস্যের বাছাই কমিটি

Law News24.com News Archive

আর্কাইভ