পঞ্চদশ সংশোধনীর রুলে ইনসানিয়াতের ইমাম পক্ষভুক্ত

প্রথম পাতা » সুপ্রিমকোর্ট » পঞ্চদশ সংশোধনীর রুলে ইনসানিয়াতের ইমাম পক্ষভুক্ত
মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪



পঞ্চদশ সংশোধনীর রুলে ইনসানিয়াতের ইমাম পক্ষভুক্ত

তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ হবে না— এই মর্মে জারি করা রুলে নিবন্ধিত রাজনৈতিক দল ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াতকে পক্ষভুক্ত করেছেন হাইকোর্ট।

তাদের আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (৫ নভেম্বর) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আল্লামা ইমাম হায়াতের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আব্দুর রউফ ও অ্যাডভোকেট ইশরাত হাসান।

পরে আইনজীবীরা জানান, ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত পঞ্চদশ সংশোধনীর রুলে পক্ষভুক্ত হয়েছেন। এখন তিনি ইন্টারভেনর হিসেবে তার দলের বক্তব্য আইনজীবীর মাধ্যমে আদালতে তুলে ধরতে পারবেন।

গত ৩০ অক্টোবর তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে জারি করা রুলের প্রথম দিনের শুনানি শেষ হয়।

এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ৬ নভেম্বর দিন নির্ধারণ করেন হাইকোর্ট। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে বদিউল আলম মজুমদারসহ ৫ বিশিষ্ট ব্যক্তির পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী ড. শরিফ ভূঁইয়া। বিএনপির পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন, বদরুদ্দোজা বাদল, অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল। জামায়াতের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

প্রসঙ্গত, ২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী পাশ হয়। এই সংশোধনীর মাধ্যমে শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এই সংশোধনীর দ্বারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। এছাড়া জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা বিদ্যমান ৪৫-এর স্থলে ৫০ করা হয়।

তবে গত ১৯ আগস্ট জনস্বার্থে পাঁচজন বিশিষ্ট ব্যক্তির করা রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

পরে আবেদনকারী পক্ষ রুলটি শুনানির জন্য বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন কোর্টে উপস্থাপন করেন। এরপর আদালত রুল শুনানির জন্য ৩০ অক্টোবর দিন রেখেছিলেন।

সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারসহ পাঁচ বিশিষ্ট ব্যক্তি রিট করেন।

অন্য চারজন হলেন- তোফায়েল আহমেদ, এম হাফিজ উদ্দিন খান, জোবাইরুল হক ভূঁইয়া ও জাহরা রহমান।

এরপর এ রুলের ওপর মতামত দিতে বিএনপি ও জামায়াত যুক্ত হয়। এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রিটে যুক্ত হন। অপরদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার দলটির পক্ষে রিটে যুক্ত হন।

বাংলাদেশ সময়: ২০:৫১:২৪   ২৪ বার পঠিত  




সুপ্রিমকোর্ট’র আরও খবর


তিন বিচারপতিকে নিয়ে সংবাদ মিথ্যা ভিত্তিহীন: সুপ্রিমকোর্ট প্রশাসন
ট্রাইব্যুনালে জবানবন্দি দিলেন সাবেক আইজিপি মামুন
২৭তম বিসিএসে বাদ পড়া ১১১৪ জনের রিভিউ শুনবেন আপিল বিভাগ
গুম হওয়া ৪ শিবির নেতার ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের
পঞ্চদশ সংশোধনীর রুলে ইনসানিয়াতের ইমাম পক্ষভুক্ত
হাইকোর্টে আলোকচিত্রী শহিদুল আলমের বিরুদ্ধে তদন্ত স্থগিত
বিএনপির ৭ আইনজীবীকে অব্যাহতি, আবেদনকারীকেও লাখ টাকা জরিমানা
এনএসআইয়ের সাবেক ডিজি ওয়াহিদুল হকের জামিন
আ.লীগসহ ১১টি দলকে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রাখতে রিট
রানা প্লাজা ধস: আপিলেও স্থগিত সোহেল রানার জামিন

Law News24.com News Archive

আর্কাইভ