ঢাকাস্থ লালমোহন থানা ছাত্র ছাত্রী কল্যাণ সমিতির কমিটি গঠন

প্রথম পাতা » অন্যান্য » ঢাকাস্থ লালমোহন থানা ছাত্র ছাত্রী কল্যাণ সমিতির কমিটি গঠন
শনিবার, ২ নভেম্বর ২০২৪



 ---

লালমোহন (ভোলা) প্রতিনিধি: রাজধানী  ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ভোলার লালমোহন উপজেলার শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী সংগঠন ঢাকাস্থ লালমোহন থানা ছাত্র ছাত্রী কল্যাণ সমিতির ২০২৪-২০২৫ সেশনের কমিটি গঠন করা হয়েছে।।    শুক্রবার (১ নভেম্বর)  বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকসু অডিটোরিয়ামে সংগঠনটির  বার্ষিক সাধারণ সভায়  এ কমিটি ঘোষণা করেন সংগঠনের উপদেষ্টামন্ডলী। কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র  মো. মহিউদ্দিন মাহী কে সভাপতি এবং ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র মানজুর রহমানকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটির অন্যান্য পদে রয়েছেন -   সিনিয়র সহসভাপতি,  তাবিবুর রহমান সিফাত ( তিতুমীর কলেজ),  সহ সভাপতি পদে  ফুয়াদ আল খতীব (ঢাকাকলেজ),  মোশাররফ হোসেন (বাংলা কলেজ), মো. আবু সাঈদ (ঢাবি), মো. হাসিন বোরহান, মো. হিমেল ( সিদ্ধেশ্বরী কলেজ), মো. ইয়ামিন হোসেন ( জবি),   যুগ্ম সম্পাদক আব্দুল আহাদ ( জাবি), সহ সাধারণ সম্পাদক পদে মো. মুরাদ আরিয়ান  ( শেখ বোরহান উদ্দিন কলেজ), সাকিব আল হাসান (ঢাবি), রাকিবুল ইসলাম (ঢাকা কলেজ), জাহিদ হাসান রেদওয়ান ( তিতুমীর কলেজ),  ইয়াজ উদ্দিন শাকিল ( ঢাকা কলেজ) সাংগঠনিক সম্পাদক পদে আবির হোসেন (অপু) ঢাকা কলেজ,  সহ সাংগঠনিক সম্পাদক পদে তাকি বিন মহোসিন ( এস্টেট ইউনিভার্সিটি),  তাফহিম (ঢাবি),  মো. তারেক রহমান ( এশিয়া),  তামজিদ ( ঢাবি), মো. সাদ্দাম ( সোহরাওয়ার্দী কলেজ),  অর্থ সম্পাদক পদে মেহেদী আশিক ( ঢাকা কলেজ)  প্রচার সম্পাদক মো. শরীফ (ঢাবি), সহ প্রচার সম্পাদক মো. মাসনুন হোসাইন ( দারুন্নাজাত), ম্যাগাজিন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, মো. আল আমিন ( মকবুল হোসেন কলেজ),  ক্রিড়া সম্পাদক আল আমিন ( ইউল্যাব), অফিস সম্পাদক পদে হামিন রায়হান ( মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ),  ছাত্রী বিষয়ক সম্পাদক তানিয়া তাসনিম( ইডেন কলেজ),  যোগাযোগ সম্পাদক,  মো. ফয়সাল ( ঢাকা কলেজ),  তথ্য বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, রবিউল ইসলাম রিপন ( জবি), মিলনায়তন ও আপ্যায়ন সম্পাদক, আরনাফ শাহরিয়ার (জবি),  সমাজ কল্যাণ সম্পাদক, মো. শাকিল ( ঢাকা কলেজ),  সহ সমাজ কল্যান মো. এমরান ( ঢাকা কলেজ),  আন্তর্জাতিক সম্পাদক, তাহমিদ (ঢাবি), এছাড়াও নির্বাহী সম্পাদক পদে রয়েছেন মো. হাবিবুর রহমান ( তামিরুল মিল্লাত) , আবির হোসেন ( ঢাকা কলেজ),  আতিকুর রহমান ( ঢাবি), ইব্রাহিম ( ঢাকা কলেজ),  ও সৈয়দ মাহতাব সিফাত ( ঢাবি)।  উল্লেখ্য,  শিক্ষা, ঐক্য, সহযোগিতা এ শ্লোগানে ১৯ ৯৪ সালে ঢাকায় অধ্যয়নরত লালমোহন উপজেলার শিক্ষার্থীদের সামাজিক সম্প্রীতি, সহযোগিতা, ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করার প্রত্যয়ে প্রতিষ্ঠা করা হয় ঢাকাস্থ লালমোহন থানা ছাত্র ছাত্রী কল্যাণ সমিতি( ঢা.লা.ছা. ক.স) যা দীর্ঘ আড়াই যুগে এসেও এগিয়ে যাচ্ছে সমহিমায়।

বাংলাদেশ সময়: ১১:০২:৫৬   ৭৮ বার পঠিত  




অন্যান্য’র আরও খবর


সুপ্রিমকোর্ট বার অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ল অ্যালমনাই এর রিসিপশন
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭৫
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের প্রাণহানি
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ১২৯৭ রোগী হাসপাতালে ভর্তি, প্রাণহানি ৬
ঢাকাস্থ লালমোহন থানা ছাত্র ছাত্রী কল্যাণ সমিতির কমিটি গঠন
ভোলায় ভ্যাক‌সিন নিয়ে হাসপাতালে অর্ধশতাধিক শিক্ষার্থী
ডেঙ্গুতে একদিনে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৪৮ জন
ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু
ডেঙ্গুতে প্রাণহানি ২০০ ছাড়ালো
একদিনে আরও ৩ জনের মৃত্যু, ডেঙ্গুতে ৪০ হাজার ছাড়ালো ভর্তি রোগী

Law News24.com News Archive

আর্কাইভ