স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ রাজবাড়ী জেলা জজ আদালতের নবনিযুক্ত জিপি,
জেলা বার এসোসিয়েশনের সাবেক বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের থেকে নির্বাচিত সভাপতি এ্যাডঃ স্বপন কুমার সোম ও দায়রা জজ আদালতে নবনিযুক্ত এপিপি, জাতীয় পাটির সভাপতি এ্যাডঃ হাবিবুর রহমান বাচ্চুকে অপসারণের দাবিতে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বুধবার (৩০অক্টোবর) জেলা বার অ্যাসোসিয়েশনের সামনে ও পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ্যাডঃ এ এন এম শাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক এ্যাডঃ আব্দুর রাজ্জাক (২), বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এইচ এম হাসিবসহ অনেকে।
ওইসময় বক্তারা বলেন, (জিপি) স্বপন কুমার সোমকে ফ্যাসিবাদী আওয়ামী লীগের দোসর ও ইসকোন নেতা হিসেবে আখ্যায়িত করেন। (এপিপি) হাবিবুর রহমান বাচ্চু জেলা জাতীয় পাটির সভাপতি, জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করে আওয়ামী লীগকে সহোযগিতা করেছে। তাই এদেরকে নিয়োগ দিয়ে ২৪ এর আন্দোলনে নিহত শহীদদের রক্তের সঙ্গে বেইমানী করা হয়েছে।
আগামী ২৪ঘন্টার মধ্যে তাদের অপসারণের দাবি জানান বক্তারা।
বাংলাদেশ সময়: ১৭:২৬:৪৬ ১৬৯ বার পঠিত