হিজবুল্লাহর নয়া প্রধান নাইম কাসেম

প্রথম পাতা » আন্তর্জাতিক » হিজবুল্লাহর নয়া প্রধান নাইম কাসেম
বুধবার, ৩০ অক্টোবর ২০২৪



হিজবুল্লাহর নয়া প্রধান নাইম কাসেম

নয়া প্রধানের নাম ঘোষণা করেছে লেবাননের যোদ্ধা গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরাইলের হাতে নিহত হিজবুল্লাহর সাবেক প্রধান হাসান নাসরাল্লাহর স্থলাভিষিক্ত হলেন নাইম কাসেম। এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, শুরা কাউন্সিলের মতামতের ভিত্তিতে নতুন এই প্রধানের নাম ঘোষণা করল সংগঠনটি। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।

এতে বলা হয়, কাসেমকে ডেপুটি লিডারের পদ থেকে হিজবুল্লাহর নতুন প্রধান হিসেবে মনোনীত হয়েছেন। তিনি দীর্ঘদিন হাসান নাসরাল্লাহর সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করেছেন। সেপ্টেম্বরে বিমান হামলা চালিয়ে লেবাননের বৈরুতে হাসান নাসরাল্লাহকে হত্যা করে ইসরাইল। কার্যত এর পর থেকেই হিজবুল্লাহর প্রধানের পদটি খালি হয়ে যায়। সেসময় থেকে সংগঠনটির ভারপ্রাপ্ত লিডার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন হিজবুল্লাহর নবনির্বাচিত এই প্রধান।

লেবাননে ইসরাইলি হামলার পর থেকে হিজবুল্লাহর বেশ কয়েকজন উচ্চ পর্যায়ের নেতাকে টার্গেট করেছে ইসরাইল। এরমধ্যে ছিলেন নাসরাল্লাহর আপন চাচাতো ভাই এবং সম্ভাব্য উত্তরসূরি হাশেম সাফিউদ্দিন। তিনিও ইসরাইলের হামলায় নিহত হয়েছেন। হত্যার বেশ কয়েকদিন পর সাফিউদ্দিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ইসরাইলি সেনারা। হিজবুল্লাহর বিবৃতিতে জানানো হয়েছে, সংগঠনটির লক্ষ্য অর্জনে তাদের মৌলিক বিধিমালা অনুযায়ী নাইম কাসেমকে হিজবুল্লাহর প্রধানের দায়িত্ব দেয়া হয়েছে। সংগঠনটি মনে করে মানবকল্যাণের লক্ষ্য অর্জনে তাদের কাজে আল্লাহই নতুন এই প্রধানের অভিভাবক।

নাইম কাসেম, লেবাননের রাজধানী বৈরুতে ১৯৫৩ সালে জন্মগ্রহণ করেন। তার রাজনৈতিক সক্রিয়তা লেবাননের শিয়া আমাল আন্দোলনের মাধ্যমে শুরু হয়। তিনি ১৯৭৯ সালে ইরানের ইসলামি বিপ্লবের পরিপ্রেক্ষিতে দলটি ত্যাগ করেন, যা অনেক তরুণ লেবাননের শিয়া কর্মীদের রাজনৈতিক চিন্তাভাবনাকে রূপ দেয়। পরে ১৯৮২ সালে লেবাননে ইসরাইলি আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইরানের বিপ্লবী গার্ডদের সমর্থনে প্রতিষ্ঠিত হিজবুল্লাহ গঠনের দিকে পরিচালিত সভায় অংশ নিয়েছিলেন তিনি।

হিজবুল্লাহর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য নাইম কাসেম। ইসলামিক রিলিজিয়াস এডুকেশন অ্যাসোসিয়েশনের প্রধান হিসেবেও কাজ করেছেন তিনি। এছাড়া মুস্তাফা স্কুলের পরামর্শদাতা হিসেবেও হিজবুল্লাহর নতুন এই প্রধান। ১৯৯১ সালে তিনি ডেপুটি সেক্রেটারি পদের দায়িত্বে আসেন।

বাংলাদেশ সময়: ৮:০৭:০৯   ৩৬ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


কী ঘটেছিল জেনেভা বিমানবন্দরে
শেখ হাসিনা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী: দিল্লি
যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব আইন বাতিলের ঘোষণা ট্রাম্পের
ট্রাম্পকে বিশ্ব নেতৃবৃন্দের শুভেচ্ছা
বিদ্রোহীদের সঙ্গে শান্তি আলোচনার প্রস্তাব মিয়ানমারের জান্তা সরকারের
সরাসরি সম্প্রচার প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষণ
ভূমিধস জয়, ১২০ বছরের রেকর্ড ভাঙলেন ট্রাম্প
মার্কিন নির্বাচন ইলেকটোরাল কলেজ ভোট ট্রাম্প ২৭৭, কমালা ২২৬
প্রথম ভোটকেন্দ্রে ৩-৩ ভোটে ‘ড্র’ করলেন কমালা-ট্রাম্প
ইসরাইলি হামলায় অগ্নিদগ্ধ হয়ে জীবন-মরণ লড়াই করছে লেবাননের ছোট্ট ইভানা

Law News24.com News Archive

আর্কাইভ