জাতিসংঘকে আইন উপদেষ্টা মৃত্যুদণ্ডের বিধান বাতিল করা সম্ভব না

প্রথম পাতা » অন্তবর্তীকালীন সরকার » জাতিসংঘকে আইন উপদেষ্টা মৃত্যুদণ্ডের বিধান বাতিল করা সম্ভব না
বুধবার, ৩০ অক্টোবর ২০২৪



জাতিসংঘকে আইন উপদেষ্টা: মৃত্যুদণ্ডের বিধান বাতিল করা সম্ভব না

বর্তমান বাস্তবতায় মৃত্যুদণ্ডের বিধান রহিত (বাতিল) করা সম্ভব নয় বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কের সঙ্গে সাক্ষাৎকালে উপদেষ্টা এ কথা বলেন। পরে সাংবাদিকদের এ কথা জানান আইন উপদেষ্টা। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, মৃত্যুদণ্ডের বিধান রহিত করা যায় কিনা, সে বিষয়ে মি. তুর্ক কথা বলেছেন। এ প্রসঙ্গে আমি বলেছি, এটি বর্তমান বাস্তবতায় সম্ভব নয়। কারণ, আমাদের পেনাল সিস্টেম ও শত বছরের জাস্টিস সিস্টেমে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। যে ফ্যাসিস্টদের হাতে হাজার হাজার তরুণ নিহত হয়েছে তাদের হত্যার বিচারকে সামনে রেখে হঠাৎ মৃত্যুদণ্ডের বিধান বাতিল করার প্রশ্নই আসে না। এ ছাড়া যেকোনো বড় ধরনের আইনগত পরিবর্তন সমাজ আকাঙ্ক্ষার সঙ্গে মিল রেখে করতে হয়। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে বিচারকে অধিকতর গ্রহণযোগ্য করার জন্য জাতিসংঘ মানবাধিকার কমিশন আইনগত সংস্কারে জড়িত। এ ছাড়া ফরেনসিক সাপোর্ট, টেকনিক্যাল সাপোর্ট বা ক্যাপাসিটি বিল্ডিংয়েও সহযোগিতা দেয়ার আশ্বাস দিয়েছেন তারা।

ভলকার তুর্ককে আশ্বস্ত করে আইন উপদেষ্টা বলেন, এই ট্রাইব্যুনালে সুবিচার করা হবে। প্রতিশোধ নেয়ার ইচ্ছা থেকে এটি করা হচ্ছে না। অবিচার করার জন্য আগের আদালতে যেরকম হয়েছে সেরকম অবিচার করা হবে না। এখানে কোনো কিছু লুকানোর নেই। যে কেউ এসে এই বিচার দেখতে পারবেন। আইন উপদেষ্টা আরও বলেন, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক এসেছিলেন। তিনি বর্তমান সরকারের বিভিন্ন কাজ বিশেষ করে সংস্কারকাজ, ট্রানজিশনাল ট্রান্সফরমেশন, ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থান-পরবর্তী অন্তর্বর্তী সরকারের প্রতি সর্বাত্মক সমর্থন ব্যক্ত করেছেন। সরকারের সংস্কার কার্যক্রমের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন। হাইকমিশনারের পক্ষ থেকে দু’টি প্রত্যাশার কথা জানানো হয়েছে জানিয়েছেন আসিফ নজরুল। তিনি বলেন, যার মধ্যে একটি বিচার বিভাগ স্বাধীন করা। এ বিষয়ে তুর্ককে বলেছি, আমরা এ প্রসঙ্গে অবশ্যই কমিটেড। প্রধান বিচারপতি এরই মধ্যে একটি পৃথক বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন। আমরা অবশ্যই এটি নীতিগতভাবে গ্রহণ করি। এর ‘মডালিটিস’ কেমন হবে, সেটা আলাপ-আলোচনার মাধ্যমে ঠিক করা হবে। এটি ছাড়াও বিচার বিভাগীয় সংস্কার কমিশন সম্পর্কে তাকে অবহিত করা হয়েছে। তিনি বলেন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণে উচ্চ আদালত ও নিম্ন আদালত নিয়ে আমাদের সরকারের পক্ষ থেকে কী কী সংস্কার ভাবনা রয়েছে সেটি হাইকমিশনারকে জানানো হয়েছে। তিনি এসব বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন বলে জানান আইন উপদেষ্টা।

বাংলাদেশ সময়: ৮:০৪:৪৯   ২৮ বার পঠিত  




অন্তবর্তীকালীন সরকার’র আরও খবর


সাইবার নিরাপত্তা আইন বাতিলে নীতিগত সিদ্ধান্ত
জাতিসংঘকে আইন উপদেষ্টা মৃত্যুদণ্ডের বিধান বাতিল করা সম্ভব না
প্রেসিডেন্টের অপসারণ আমেরিকা-সেনাসদর বৃহৎ রাজনৈতিক শক্তির সায় নেই
ইমামগণ সমাজের অন্যতম চালিকাশক্তি -ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন
পঞ্চদশ সংশোধনী ও তিনটি নির্বাচন বাতিলের রিট শুনানি পেছাল
আ.লীগ নিয়ে হাসনাত-সারজিসের দুই রিট
অন্তর্বর্তী সরকারকে ‘বিপ্লবী সরকার’ ঘোষণায় রিট, শুনানি আগামীকাল
যুক্তরাষ্ট্র ও কানাডা সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান
প্রধান বিচারপতির সঙ্গে দুই উপদেষ্টার রুদ্ধদ্বার বৈঠক
নির্বাচন কমিশন পুনর্গঠনে দ্রুতই সার্চ কমিটি: মাহফুজ আলম

Law News24.com News Archive

আর্কাইভ