মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে সেনাবাহিনীর অভিযান, গ্রেফতার ৭

প্রথম পাতা » অপরাধ » মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে সেনাবাহিনীর অভিযান, গ্রেফতার ৭
মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪



মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে সেনাবাহিনীর অভিযান, গ্রেফতার ৭

রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্প থেকে দেশীয় অস্ত্রসহ ৭ জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। এসময় দুইটি পিস্তল, ২০ রাউন্ড বুলেটসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) রাত ১১টা থেকে এ অভিযান শুরু হয়। অভিযানে সহায়তা করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, মূলত গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেলকে গ্রেফতারের জন্য জেনেভা ক্যাম্পে অভিযান চালানো হয়। এসময় তাকে গ্রেফতার করতে না পারলেও তার সঙ্গীদের ধরতে সক্ষম হয় সেনাবাহিনী।

গত ২ দিনের বিশেষ অভিযানে বেশ কিছু চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ গ্রেফতার হওয়ায় নিরাপত্তাহীনতায় থাকা মোহাম্মদপুরবাসীর মনে কিছুটা স্বস্তি ফিরে আসছে। সন্ত্রাস দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আভিযানিক দলটি।

এদিকে আইএসপিআর জানায়, রোববার (২৭ অক্টোবর) দিন ও রাতে মোহাম্মদপুর এলাকায় সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র ব্রিগেড ও পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে ২২ জনকে গ্রেফতার করে। এতে খুনের আসামিসহ ছিনতাইকারী, চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের সদস্যরা রয়েছেন।

বাংলাদেশ সময়: ৮:৪০:২৫   ৩১ বার পঠিত  




অপরাধ’র আরও খবর


জেনেভা ক্যাম্পের বোমা তৈরির কারিগর কসাই সোহেল গ্রেপ্তার
সেনাবাহিনী-পুলিশের গাড়িতে আগুন, পাঁচ আসামি কারাগারে
কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শাহিন গ্রেপ্তার
মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে সেনাবাহিনীর অভিযান, গ্রেফতার ৭
ছিনতাই আতঙ্ক নগর জুড়ে
জিনাত জাহান আদরের রিমান্ড মঞ্জুর
মিলিয়ন ডলারের লোভ দেখিয়ে প্রতারণা, গ্রেপ্তার ১
ফেসবুকে চাকরির বিজ্ঞাপন দিয়ে ফাঁদে ফেলত তারা
দীপ্ত টিভির কর্মী খুন: গ্রেপ্তার ৫ জন ৪ দিন করে রিমান্ডে
জিম্মি করে কেনানো হতো নির্মাণসামগ্রী কেরানীগঞ্জে বাড়ি বানাতেও অনুমতি লাগত যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ নেতার

Law News24.com News Archive

আর্কাইভ