ইসরাইলের হামলায় নিহত ৪৫, মৃত্যুর ঝুঁকিতে পুরো গাজাবাসী

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইসরাইলের হামলায় নিহত ৪৫, মৃত্যুর ঝুঁকিতে পুরো গাজাবাসী
রবিবার, ২৭ অক্টোবর ২০২৪



ইসরাইলের হামলায় নিহত ৪৫, মৃত্যুর ঝুঁকিতে পুরো গাজাবাসী

ফিলিস্তিনের প্রতিটি মানুষই মৃত্যুর ঝুঁকিতে রয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানিজ। তিনি বলেছেন, ইসরাইলের ঘোষিত এবং কার্যকর করা গণহত্যায় গাজা উপত্যকার সমগ্র বাসিন্দা মৃত্যুর ঝুঁকিতে রয়েছে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। এতে বলা হয়, গাজার উত্তরাঞ্চলের বেইত লাহিয়া নামক এলাকার অন্তত ছয়টি আবাসিক ভবন লক্ষ্য করে বোমা বর্ষণ করেছে ইসরাইল। এতে কমপক্ষে ৪৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এক বছরের বেশি সময় ধরে চলা ইসরাইলের এমন নৃশংস হত্যাযজ্ঞের সমালোচনা করেছে কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশন (সিএআইআর)। সংস্থাটি যুক্তরাষ্ট্রকে ইসরাইলি হামলা বন্ধে কার্যকরী উদ্যেগ গ্রহণের আহ্বান জানিয়েছে। এছাড়া গাজার পূর্ণ জনসংখ্যাকে পদ্ধতিগতভাবে নির্মূল বন্ধেও যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে সংস্থাটি। গাজার পাশাপাশি লেবাননের বৈরুতেও হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। দেশটির রাজধানীতে স্থানীয়দের সরে যাওয়ার নির্দেশ দিয়ে বিমান হামলা জারি রেখেছে ইসরাইল।

আল জাজিরার সংবাদদাতা হানি মাহমুদ জানিয়েছেন, গাজার উত্তরাঞ্চলে নতুন এক ট্রাজেডির সূচনা করেছে ইসরাইল। সেখানে রাতারাতি বেইত লাহিয়ায় আবাসিক ভবন লক্ষ্যবস্তু করা হয়। এতে এখনও ৩৫ জন নিখোঁজ রয়েছে। ধারণা করা হচ্ছে হয়ত তারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে অথবা ইসরাইলি বোমার আঘাতে নিঃশ্চিহ্ন হয়ে গেছে। হানি মাহমুদ বলেছেন, আমরা যা দেখছি তা হল নিরাপদ এলাকা সম্পর্কে ইসরাইলি সেনাবাহিনীর মিথ্যাচার।

ইসরাইলের বোমার আঘাত থেকে রক্ষা পেতে জাবালিয়া শরণার্থী শিবির থেকে বাস্তুচ্যুত লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরাইল। বাস্তুহারা এসব লোকজন নির্দেশ মতো গাজার উত্তরাঞ্চল থেকে পশ্চিমাঞ্চলের দিকে সরে যায়। কিন্তু দেখা যাচ্ছে নিরাপদ অঞ্চলেও বোমা হামলা করছে ইসরাইল। তাদের বোমা হামলায় হতাহত হয়েছে বহু মানুষ। পঙ্গুত্ব বরণ করেছে অনেক গাজাবাসী। ওই সংবাদদাতা বলেছেন, এই করুণ পরিস্থিতি নতুন কিছু নয়। এক বছরের বেশি সময় ধরে বারবার এভাবেই নৃশংস হত্যাযজ্ঞ চালাচ্ছে তেল আবিব।

উল্লেখ্য, এ পর্যন্ত ইসরাইলের হামলায় নিহত হয়েছেন গাজার ৪২ হাজার ৮৪৭ জন বেসামরিক মানুষ। আহতের সংখ্যা ইতিমধ্যেই এক লাখ ছাড়িয়েছে। এক বছরের বেশি সময়ের মধ্যে আহত হয়েছেন ১ লাখ ৫৪৪ জন ফিলিস্তিনি। জাতিসংঘ বলছে হতাহতের বেশির ভাগই নারী এবং শিশু। গত বছরের ৭ অক্টোবর দখলদার ইসরাইলের বিরুদ্ধে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপর থেকেই গাজায় প্রতিশোধমূলক হামলা শুরু করেছে ইসরাইল। তাদের দাবি হামাস যোদ্ধাদের হাতে সেসময় ১২০০ ইসরাইলি নাগরিক নিহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ২২:০৪:৪৩   ৬৫ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


সিরিয়াতে রাজনৈতিক প্রভাব বিস্তারে মরিয়া তুরস্ক, উদ্বেগ ইসরাইলের
অর্থ আত্মসাৎ: যুক্তরাজ্যে শেখ রেহানার কন্যা টিউলিপকে জিজ্ঞাসাবাদ
পশ্চিম তীরে মসজিদে আগুন দিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা
সিরিয়ায় নিখোঁজ মানুষের খবর জানতে আইনজীবী নিয়োগ করলো জাতিসংঘ
উপদেষ্টা মাহফুজের ফেসবুক পোস্টে ‘তীব্র প্রতিবাদ’ জানালো ভারত
সিরিয়াতে স্বাভাবিক হচ্ছে বিমান চলাচল
গাজায় ইসরাইলের হামলা চলছেই, দেইর আল বালাহ অঞ্চলে নিহত ২২
কলকাতার ফোর্ট উইলিয়ামে ভারতীয় সেনাবাহিনীর মহান বিজয় দিবস উদযাপন
ঢাকা সফর নিয়ে সংসদীয় কমিটিতে ব্রিফিং করেছেন বিক্রম মিশ্রি
বিবিসি’র রিপোর্ট বিপজ্জনক অবস্থায় ভারতের অর্থনীতি

Law News24.com News Archive

আর্কাইভ