আগামী ১৬ অক্টোবর বার কাউন্সিল ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

প্রথম পাতা » জাতীয় » আগামী ১৬ অক্টোবর বার কাউন্সিল ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩



 

---

আগামী ১৬ অক্টোবর বাংলাদেশ বার কাউন্সিলের নবনির্মিত ১৫তলা ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বিকেলে বার কাউন্সিলে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন উপলক্ষ্যে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় এ তথ্য জানানো হয়।

প্রস্তুতি সভায় আইনমন্ত্রী আনিসুল হক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব (আইন ও বিচার বিভাগ) মো. গোলাম সারোয়ার, যুগ্ম-সচিব (প্রশাসন-১) বিকাশ কুমার সাহা, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক ও বার কাউন্সিলের সাবেক ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ ইউসুফ হোসেন হুমায়ুন, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সৈয়দ রেজাউর রহমান, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মোখলেসুর রহমান (বাদল), ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান রবিউল আলম বুদু, লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান আবদুল বাতেন, রোল অ্যান্ড পাবলিকেশন কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রহমান, কমপ্লেইন্ট অ্যান্ড ভিজিলেন্স কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সাঈদ আহমেদ (রাজা), বার কাউন্সিলের সচিব ড. ওয়াহিদুজ্জামান শিকদার, উপ-সচিব মো. আফজাল উর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সভা শেষে জানানো হয়, বার কাউন্সিলের নবনির্মিত ভবন উদ্বোধনকে কেন্দ্র করে আইনজীবী মহাসমাবেশের আয়োজন করা হয়েছে। ১৬ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২৩:৩৯:৪৮   ২৫০ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


শেখ হাসিনা-জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
বেশ কয়েকজন বিচারপতির অনিয়মের পূর্ণাঙ্গ তদন্তে রাষ্ট্রপতির অনুমোদন
হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির তথ্য দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়
হাসান আরিফ ছিলেন দেশের উজ্জ্বল নক্ষত্র: আইনজীবীরা
পূর্ণাঙ্গ রায় প্রকাশ ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা নতুন করে তদন্ত হওয়া উচিত: হাইকোর্ট
শেখ হাসিনার নির্দেশেই ইন্টারনেট বন্ধ হয়: পলক
গুমে জড়িত ২০ জনের পাসপোর্ট স্থগিত, দেশত্যাগে নিষেধাজ্ঞা
১০ ট্রাক অস্ত্র মামলায় জামায়াতের প্রয়াত আমিরকে মৃত্যুদণ্ড ও অর্থদণ্ড থেকে খালাস
১০ ট্রাক অস্ত্র মামলা খালাস পেলেও এখনই মুক্তি মিলছে না বাবরের
আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় লুৎফুজ্জামান বাবরের খালাস

Law News24.com News Archive

আর্কাইভ