এম রিয়াজ উদ্দিন, লালমোহন ( ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহনে ‘‘মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট-২০২৪” এর শুভ উদ্বোধন করা হয়েছে । শুক্রবার বিকেলে উপজেলার ধলীগৌর নগর ইউনিয়নের ধলীগৌর নগর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের ছয় বারের সাবেক সংসদ সদস্য, সাবেক মন্ত্রী, মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম, লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত,যুগ্ম আহবায়ক অধ্যক্ষ ফরিদ উদ্দিন, সোহেল আজিজ শাহিন পাটওয়ারী, শফিউল্লাহ হাওলাদার, পৌর বিএনপির সভাপতি সাদেক মিয়া জান্টুসহ উপজেলা , পৌর ও ধলীগৌরনগর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বাংলাদেশ সময়: ১২:৫০:০৩ ৭৯ বার পঠিত