সচিবালয়ে ঢুকে পড়া ২৬ শিক্ষার্থীসহ ৭০ জনের বিরুদ্ধে মামলা

প্রথম পাতা » জাতীয় » সচিবালয়ে ঢুকে পড়া ২৬ শিক্ষার্থীসহ ৭০ জনের বিরুদ্ধে মামলা
শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪



সচিবালয়ে ঢুকে পড়া ২৬ শিক্ষার্থীসহ ৭০ জনের বিরুদ্ধে মামলা

সচিবালয়ে ঢুকে পড়ার ঘটনায় ২৬ শিক্ষার্থীর নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয়ে ৭০ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা হয়েছে। এছাড়া ১৫ নারী শিক্ষার্থীসহ ২৮ জনকে মুচলেকায় ছেড়ে দেওয়া হয়েছে। গ্রেপ্তার শিক্ষার্থীদের আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

যাচাই-বাছাই শেষে আজ বৃহস্পতিবার শাহবাগ থানায় এ মামলা হয়।

শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর গণমাধ্যমকে বলেন, পুলিশের কাজে বাধা ও ভাঙচুর অভিযোগে ২৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয়ে ৬০ থেকে ৭০ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ।

এর আগে বুধবার বিকেলে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল পুনরায় প্রকাশ এবং ফলাফলে ত্রুটি সংশোধনের দাবিতে সচিবালয়ে ঢুকে পড়া শিক্ষার্থীদের মধ্যে ৫৩ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের দুটি প্রিজন ভ্যানে তাদের তোলা হয়েছে।

এর আগে বিকেল ৩টায় ফলাফল বাতিল ও পুনরায় মূল্যায়নের দাবিতে সচিবালয়ে ঢুকে পড়েন শতাধিক শিক্ষার্থী। পরবর্তীতে ৬ নাম্বার ভবনের সামনে বিক্ষোভরত শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই; উই ওয়ান্ট জাস্টিস, মুগ্ধের বাংলায়- বৈষম্যের ঠাঁই নাই, তুমি কে আমি কে ছাত্র-ছাত্র; আপোষ না সংগ্রাম-সংগ্রাম-সংগ্রাম ইত্যাদি স্লোগান দিতে থাকেন তারা।

তখন আন্দোলরত শিক্ষার্থীদের স্লোগান বন্ধ করে শান্তিপূর্ণ আলোচনার আহ্বান জানান সচিবালয়ে দায়িত্বরত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য ও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

একাধিক শিক্ষার্থীদের কথা হলে তারা জানান, আমরা সমতার ভিত্তিতে ফলাফল চাই। বোর্ড থেকে কাউকে ভালো ফলাফল দেওয়া হয়েছে আর কাউকে কম। অথচ আমরা ভালো লিখেছি। আমরা চাই দ্রুত সময়ে এই ফলাফল বাতিল করে বঞ্চিতদের পুনরায় মূল্যায়ন করা হোক।

বাংলাদেশ সময়: ২২:৩১:৫৭   ২৭ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


পঞ্চদশ সংশোধনীর বৈধতা নিয়ে রুলের শুনানি এমন রায় দেব যা ৫০ বছর পরও মানুষ মনে করবে: হাইকোর্ট
হিজাব পরে আদালতে শমী কায়সার
কুইক রেন্টালে দায়মুক্তির বিধানের বৈধতা প্রশ্নে রায় ১৪ নভেম্বর
বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস প্রধান বিচারপতির সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
সাইবার নিরাপত্তা আইন বাতিলে নীতিগত সিদ্ধান্ত
আমরা একে অপরের ভাই, মিলেমিশে থাকা উচিত: আমু
শেখ হাসিনাসহ গণহত্যায় ‘নির্দেশদাতা’-দের দেশে ফেরানোর উদ্যোগ
আনিসুল-সালমান-ব্যারিস্টার সুমনসহ নতুন মামলায় গ্রেফতার ৫ জন
দেশে বেড়েছে ধর্ষণ-গণপিটুনি: মানবাধিকার কমিশন
বিডিআর হত্যাকাণ্ডের নেপথ্য কুশীলবদের খুঁজতে কমিটি গঠনে রুল

Law News24.com News Archive

আর্কাইভ