সেতুর সংযোগ সড়কের নিচে বিশাল গর্ত, যে কোনো সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা

প্রথম পাতা » সারাদেশ » সেতুর সংযোগ সড়কের নিচে বিশাল গর্ত, যে কোনো সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা
শনিবার, ১৯ অক্টোবর ২০২৪



লালমোহন (ভোলা) প্রতিনিধি: একটি সড়ক। যার ওপর থেকে দেখলে মনে হবে সবকিছুই ঠিকঠাক। তবে ওই সড়কের নিচ দিয়ে সৃষ্টি হয়েছে বিশাল এক গর্ত। ভোলার লালমোহন উপজেলার ডাকবাংলো সেতু থেকে দেবীরচর বাজার সড়কের পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাতবাড়িয়া খালের ওপরের সেতুর সংযোগ সড়কটির নিচ দিয়ে এমন গর্তের সৃষ্টি হয়েছে। এই সড়কটি উপজেলার কয়েকটি গুরুত্বপূর্ণ ও জনবহুল সড়কের মধ্যে একটি। ভোলা সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতার এই সড়কটি দিয়ে প্রতিদিন চলাচল করে বিভিন্ন ধরনের শত শত যানবাহন। যার ফলে যেকোনো মুহূর্তে সড়কটি ধ্বসে পড়ে বড় ধরনের দুর্ঘটনার শঙ্কায় রয়েছেন যানবাহন চালক, যাত্রী এবং পথচারীরা। স্থানীয়রা জানান, গত প্রায় দুই মাস আগে প্রবল বৃষ্টির কারণে সাতবাড়িয়া সেতুর সংযোগ সড়কের পশ্চিম পাশের অংশের নিচ থেকে মাটি সরে গিয়ে অধিকাংশ স্থানজুড়ে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। ওপর থেকে দেখলে বিষয়টি অনেকেই ধারণা করতে পারবেন না। তবে সড়কের নিচ থেকে মাটি সরে যে গর্তের সৃষ্টি হয়েছে তা খুবই ঝুঁকিপূর্ণ। কারণ এই সড়কটি দিয়ে প্রতিদিন শত শত ছোট, মাঝারি এবং ভারি যানবাহন চলাচল করে। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে এসব যানবাহন চালকদের সতর্ক করতে ওই গর্তের স্থানে লাল কাপড় টানিয়ে দিয়েছিলাম। তবে গত কিছুদিন আগে বাতাসের কারণে কাপড়টি উড়ে গিয়েছে। গর্ত হওয়া স্থানটি অতিদ্রত মেরামত না করলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ওই সড়ক দিয়ে গত ২০ বছর ধরে বালুবাহী ট্রাক চালান মো. কামাল। তিনি বলেন, আমি দীর্ঘদিন এই সড়ক দিয়ে ট্রাক চালানোর কারণে সম্প্রতি সৃষ্টি হওয়া গর্তের বিষয়টি জানি। যার জন্য এখান দিয়ে ট্রাক চলানোর সময় খুব সতর্কতা অবলম্বন করি। তবে কয়েকদিন ধরে দেখা যাচ্ছে নিচে বিশাল গর্তের কারণে সড়কটি ওপর থেকে দিন দিন দেবে যাচ্ছে। এমন অবস্থায় আর কয়েকদিন থাকলেই সড়কটি ধ্বসে পড়তে পারে। এতে করে প্রাণহানীর মতো বড় ধরনের দুর্ঘটনাও ঘটতে পারে। তাই দ্রত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সড়কের এই স্থানটি মেরামতের দাবি জানাচ্ছি। লালমোহন ডাকবাংলো সেতু থেকে দেবীরচর বাজার সড়কের অটোরিকশা চালক মো. জাকির এবং হযরত আলী জানান, আমরা নিয়মিত এই সড়ক দিয়ে অটোরিকশা চালাই। সম্প্রতি সেতু সংলগ্ন সড়কের নিচে একটি বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। এই সড়ক দিয়ে চলাচলকারী অধিকাংশ যাত্রীও এই গর্তের কথাটি জানেন। এতে করে এখান দিয়ে যাতায়াতের সময় সকলেই ভীষণ আতঙ্কিত হয়ে থাকি, মনে হয় এই বুঝি ধ্বসে পড়ছে সড়কটি! তাই সব ধরনের যানবাহন চালক ও যাত্রীদের জীবনের নিরাপত্তার কথা ভেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাবো; খুব শিগগিরই যেন গর্ত সৃষ্টি হওয়া এই স্থানটি মেরামতের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়। এ বিষয়ে ভোলা সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) নির্বাহী প্রকৌশলী মো. মাইদুল ইসলাম বলেন, যানবাহন চালক, যাত্রী এবং পথচারীদের নিরাপত্তার স্বার্থে খুব শিগগিরই ওই স্থানটি পরিদর্শন করে মেরামতের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮:৩০:০৮   ৫৭ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


যশোরে নাশকতা মামলায় আওয়ামী লীগের ১২৫ নেতাকর্মী কারাগারে
বুয়েট ছাত্রের মৃত্যুর ঘটনায় তিন আসামি ২ দিনের রিমান্ডে
ইজতেমা মাঠে সংঘর্ষ রিমান্ডে সাদপন্থি মুয়াজ বিন নূর
বিচার বিভাগীয় তদন্ত দাবি আইনজীবী আলিফ হত্যা: তদন্ত কমিটি থেকে অব্যাহতি চেয়েছেন সব সদস্য
বিদেশে পলাতক ১৯ নাবিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
লালমোহনে সাদপন্থীদের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
রাজবাড়ীতে কমরেড রেজাউল করিম রেজার ৩য় মৃত্যু বার্ষিকীতে স্বরণ সভা
আইনজীবী আলিফ হত্যায় আরেক আসামির জবানবন্দি
রাজবাড়ী জেলা বিএনপি’র কাউন্সিল উপলক্ষে প্রস্তুতি সভা
অষ্টগ্রামে মহিষ চুরির ঘটনায় দুইজনকে পিটিয়ে হত্যা

Law News24.com News Archive

আর্কাইভ