চট্টগ্রামে শিশু ধর্ষণ মামলায় দুজনের আমৃত্যু কারাদণ্ড

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » চট্টগ্রামে শিশু ধর্ষণ মামলায় দুজনের আমৃত্যু কারাদণ্ড
বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩



 

---

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় দায়ের হওয়া একটি ধর্ষণ মামলায় দুজনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৩ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৪ অক্টোবর) চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক ফেরদৌস আরা এ রায় দেন।

দণ্ডিতরা হলেন— মো. জীবন (২৫) ও ইমন হাসান (২৬)। এসময় দুজনেই আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানামূলে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আদালত সূত্র জানায়, ভুক্তভোগী সালমা আক্তার (৯) নগরের পাঁচলাইশ থানার বাদুরতলা শাহ আমানত হাউজিং সোসাইটির বাসিন্দা মো. সোলায়মানের মেয়ে। সালমা ওই এলাকার একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। ২০১৭ সালের ১৩ জুন ভুক্তভোগী শিশু সালমা নিখোঁজ হয়। এ ঘটনায় তার বাবা পাঁচলাইশ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। কয়েকদিন পর ভুক্তভোগী শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। ওইসময় তার বাবা বাদী হয়ে পাঁচলাইশ থানায় একটি মামলা দায়ের করেছিলেন। পরে পুলিশের তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদনে ওঠে আসে ভুক্তভোগী শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

আলোচিত মামলাটির তদন্ত শেষে ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক (এসআই) পলাশ চন্দ্র ঘোষ আদালতে অভিযোগপত্র দাখিল করে।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী কফিল উদ্দিন বলেন, মামলাটির বিচারিক পর্যায়ে রাষ্ট্রপক্ষে ১৫ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। এছাড়া আরও তিনজনের সাফাই সাক্ষ্য দেয়। এরপর যুক্তিতর্ক শেষে আজ (বুধবার) রায় ঘোষণা করে আদালত।

বাংলাদেশ সময়: ৯:২১:৩০   ১৯৬ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


সাবেক রেলমন্ত্রীকে রিমান্ডে পাঠানোর পর আদেশ স্থগিত
পুলিশ কর্মকর্তা কাফী আরও ২ দিনের রিমান্ডে
কলেজ ছাত্র হত্যা বরিশালের সাবেক এমপি শাহে আলম ৩ দিনের রিমান্ডে
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতি ৪ দিনের রিমান্ডে
৭ দিনের রিমান্ডে সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান
সাভারের ইয়ামিন হত্যা সাবেক অতিরিক্ত পুলিশ সুপার কাফী ৫ দিনের রিমান্ডে
জামিন নামঞ্জুর, ইনু-মেনন-পলক-মামুন কারাগারে
সাবেক এমপির ২ ছেলের হামলা শিকার ব্যবসায়ী, আদালতে মামলা
সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন ১১১ বার পেছালো
ফের ৪ দিনের রিমান্ডে ইনু

Law News24.com News Archive

আর্কাইভ