স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ দূর্গাপুজা উপলক্ষে রাজবাড়ীতে দেড় শতাধিক সুবিধাবঞ্চিত অসহায় নারীদের মাঝে শারদ উপহার শাড়ী প্রদান করেছে মানব সেবায় “আমরা সনাতনী যুবক” সংগঠন। কয়েক বছর যাবৎ এই সংগঠন বিভিন্ন ভাবে মানব সেবায় কাজ করে যাচ্ছে। যা সুবিধা বঞ্চিত মানুষের মাঝে আস্থা তৈরি হয়েছে।
মানব সেবায় মানবিক সংগঠন “আমরা সনাতনী যুবক” এর উদ্যেগে বৃহস্পতিবার (১০ অক্টোবর ) বেলা ১২টায় জেলা শহরের ভাজনচালা শীতলা কালী মন্দিরে শারদ উপহার শাড়ি বিতরণ করা হয়।
ওইসময় উপস্থিত ছিলেন
মানবিক এই সংগঠনের প্রধান সমন্বয়ক বিপ্লব সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন সমন্বয়ক রজেশ দাস, সুমন দাস, রতন দাস, অনিক দাস। সদস্যদের মধ্যে ছিলেন, পরিমল সরকার, রবি দাস, বিদ্যা ধর।
বাংলাদেশ সময়: ১৯:৫২:২৪ ৭৬ বার পঠিত