রাজবাড়ীতে প্রতিমা ভাংচুরের বিরুদ্ধে নাগরিক কমিটির প্রতিবাদ

প্রথম পাতা » সারাদেশ » রাজবাড়ীতে প্রতিমা ভাংচুরের বিরুদ্ধে নাগরিক কমিটির প্রতিবাদ
বুধবার, ৯ অক্টোবর ২০২৪



---

স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ সোস্যাল মিডিয়া ফেসবুকে  ভাইরাল হওয়া রাজবাড়ী জেলা শহরের বড়পুল এলাকার বাস মালিক গ্রুপ অফিসের পাশের  সার্বজনীন দূর্গাপূজা মণ্ডপে কয়েকটি প্রতিমা ভাংচুরের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন নাগরিক কমিটির নেতাকর্মিরা।


বুূধবার (৯ অক্টোবর) সকালে প্রতিমা ভাংচুর হওয়া পুজামন্ডপে উপস্থিত হয়ে প্রতিবাদ করেন নাগরিক

কমিটি সভাপতি জ্যোতি শংকর ঝন্টু, সাধারণ সম্পাদক ফকির শাহাদাত হোসেন,  সহ-সভাপতি আব্দুল সামাদ মিয়া,   কমিটির সদস্য, জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক অরুন সরকারসহ, কমিটির অনেক নেতাকর্মী।

ওইসময় বক্তারা বলেন, একটি কুচক্রী মহল এধরণের ঘটনা ঘটিয়ে  এ সম্পদায়ের মানুষকে ভীত করার চেষ্টা করে।  এর আগেও দাদসী ইউনিয়নের পালপাড়ায় একই রকম ঘটনা ঘটেছে।  এদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে পুলিশের কাছে দাবি জানান, এই দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দেওয়া হোক যাতে হিন্দু সম্প্রদায়ের মানুষের আস্থার জায়গাটা তৈরি হয়।


জানা গেছে, গত মঙ্গলবার সকাল ১১টার দিকে মণ্ডপের সামনে থাকা কাপড় সরালে প্রতিমা ভাঙচুরের বিষয়টি  চোখে পড়ে। মণ্ডপে থাকা দুর্গা, সরস্বতী, লক্ষী, কার্তিক ও গণেশের মাথা খুচিয়ে ভেঙে ফেলা হয়েছে বলে জানায়। পরে প্রতিমার ভাঙা অংশগুলো মেরামত করে ঠিক করেন প্রতিমা শিল্পীরা।


প্রতিমা ভাংচুরের ব্যাপারে সাংবাদিকদের কাছে কোন বক্তব্য দিতে রাজি হননি

এই পুজামন্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক।


একই বিষয় নিয়ে জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন দাসের সাথে কথা বললে, তিনি জানান  ভাংচুরের ব্যাপারে আমাদেরকে জানানো হয়নি। এছাড়াও এ ব্যাপারে তিনি কোন মন্তব্য করেনি।

বাংলাদেশ সময়: ১৫:০৭:১৪   ১০৮ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


যশোরে নাশকতা মামলায় আওয়ামী লীগের ১২৫ নেতাকর্মী কারাগারে
বুয়েট ছাত্রের মৃত্যুর ঘটনায় তিন আসামি ২ দিনের রিমান্ডে
ইজতেমা মাঠে সংঘর্ষ রিমান্ডে সাদপন্থি মুয়াজ বিন নূর
বিচার বিভাগীয় তদন্ত দাবি আইনজীবী আলিফ হত্যা: তদন্ত কমিটি থেকে অব্যাহতি চেয়েছেন সব সদস্য
বিদেশে পলাতক ১৯ নাবিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
লালমোহনে সাদপন্থীদের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
রাজবাড়ীতে কমরেড রেজাউল করিম রেজার ৩য় মৃত্যু বার্ষিকীতে স্বরণ সভা
আইনজীবী আলিফ হত্যায় আরেক আসামির জবানবন্দি
রাজবাড়ী জেলা বিএনপি’র কাউন্সিল উপলক্ষে প্রস্তুতি সভা
অষ্টগ্রামে মহিষ চুরির ঘটনায় দুইজনকে পিটিয়ে হত্যা

Law News24.com News Archive

আর্কাইভ