জুলাই বিপ্লব আর হত্যাকাণ্ডকে ‘মিমাংসিত সত্য’ বলছেন না আলোচিত ম্যাজিস্ট্রেট উর্মি

প্রথম পাতা » প্রধান সংবাদ » জুলাই বিপ্লব আর হত্যাকাণ্ডকে ‘মিমাংসিত সত্য’ বলছেন না আলোচিত ম্যাজিস্ট্রেট উর্মি
সোমবার, ৭ অক্টোবর ২০২৪



লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি।

লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মির ফেসবুক পোস্ট নিয়ে সমালোচনা তুঙ্গে। সরকারি চাকরিজীবী হয়েও সম্প্রতি প্রধান উপদেষ্টাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে আলোচনায় তিনি।

অন্তর্বর্তী সরকারপ্রধানের সমালোচনা করে ফেসবুক পোস্টে লেখেন ‘কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার, মহাশয়’। এছাড়া প্রধান উপদেষ্টাকে সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেও সম্বোধন করেন তিনি। এ ঘটনায় এরইমধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মিকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

উর্মি শুধু প্রধান উপদেষ্টাকে নিয়েই লেখেননি। জুলাই-আগস্ট বিপ্লবের বিপক্ষে অবস্থান নিয়েও ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সরকারি এই কর্মকর্তা। পুলিশের গুলিতে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদকে সন্ত্রাসী অ্যাখ্যা দিয়ে ফেসবুকেও স্টাটাস দিয়েছিলেন। এছাড়া আবু সাঈদ তার দলের লোকদের আঘাতে মারা গেছেন বলেও মন্তব্য করেন তিনি।

তাকে নিয়ে যখন তুমুল আলোচনা, সে সময় গণমাধ্যমের পক্ষ থেকে তার প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছে। এ নিয়ে মোবাইল ফোনে গনমাধমের সঙ্গে কথা বলেছেন উর্মি। তিনি মন্তব্য করেন, জুলাইয়ে যা ঘটেছে, সেটি এখনও মিমাংসিত সত্য নয়, কাজেই এই হত্যাকাণ্ডকে গণহত্যা মানতে নারাজ তিনি।

আবু সাঈদ এবং ড. ইউনূসকে নিয়ে তাপসী তাবাসসুম উর্মির ফেসবুক পোস্ট।

তাকে প্রশ্ন করা হয়েছিল ড. ইউনূসকে নিয়ে ফেসবুক পোস্ট করেছিলেন। কিন্তু পরে সেই পোস্ট পাওয়া যাচ্ছে না। তিনি পোস্ট ডিলেট করেছেন কিনা, আর এ বিষয়ে তার মন্তব্য কী? জবাবে তিনি বলেন, পোস্ট ডিলিট করিনি। অনলি মি করে রেখেছি। এ নিয়ে কিছু বলতে চাচ্ছি না। যা বলার, তা পোস্টেই বলেছি।

দায়িত্বশীল জায়গায় থেকে এমন স্ট্যাটাস দেয়া যায় কিনা, এ প্রশ্নের জবাবে বলেন, দায়িত্বশীল বলতে আপনি কী বোঝাচ্ছেন? যখন দেখবো আমার দেশের ওপর কোনো থ্রেট (হুমকি) চলে আসছে, তখন আমি মনে করি দেশকে বাঁচানোর জন্য যতটুকু বলা দরকার, ততটুকু বলাই দায়িত্বশীলতা।

তিনি বলেন, আমি চাই না, দেশের দায়িত্বে মুক্তিযুদ্ধবিরোধীরা আসুক। যাদের মুক্তিযুদ্ধবিরোধী মনে হয়েছে, তাদের আমি সেভাবেই ট্রিট করেছি। আমি সেভাবেই পোস্ট দিয়েছি।

এ সময় পুনরায় প্রধান উপদেষ্টা ড. ইউনূসের ব্ক্তব্যের সমালোচনা করে বলেন, রিসেট বাটুন পুশ করার মানে কী? অতীত মুছে ফেলার মানে কী? আমাদের মুক্তিযুদ্ধ মিমাংসিত সত্য। জাতির পিতা বঙ্গবন্ধু মিমাংসিত সত্য। আমার কাছে মনে হচ্ছে মুক্তিযুদ্ধবিরোধীরা সরকারের সাথে আছে। এজন্য দেশ বাঁচানোর জন্য আমার যতটুকু দায়িত্বশীলতা ছিল ততটুকুই বলেছি। বলেন, আমি যদি এই পজিশনে না থাকতাম, তাও একই পোস্টই দিতাম।

এ সময় তিনি বলেন, আমি কোনো দলের পক্ষে বলছি না। একজন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে বলছি। বলেন, জুলাইয়ের ঘটনাকে বলা হচ্ছে গণহত্যা। এসব তদন্তসাপেক্ষ বিষয়। এটি এখনও মিমাংসিত সত্য নয়। এখন পর্যন্ত এটি প্রমাণিত হয়নি। প্রমাণিত হোক তারপর দেখা যাবে। যেটা মিমাংসিত সত্য, সেটি তো মুছে ফেলা যাবে না।

গণমাধ্যমকে তিনি জানান, দেশের নাগরিক হিসেবে মুক্তিযুদ্ধের চেতনাকে বাঁচিয়ে রাখতেই তিনি এ মন্তব্য করেছেন। মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলার জন্য তার চাকরি যদি চলেও যায়, তাতে দুঃখ নেই বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬:৫৯:৫৬   ৭৫ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


সিরিয়াতে রাজনৈতিক প্রভাব বিস্তারে মরিয়া তুরস্ক, উদ্বেগ ইসরাইলের
শেখ হাসিনা-জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
অর্থ আত্মসাৎ: যুক্তরাজ্যে শেখ রেহানার কন্যা টিউলিপকে জিজ্ঞাসাবাদ
বেশ কয়েকজন বিচারপতির অনিয়মের পূর্ণাঙ্গ তদন্তে রাষ্ট্রপতির অনুমোদন
যশোরে নাশকতা মামলায় আওয়ামী লীগের ১২৫ নেতাকর্মী কারাগারে
দীপ্ত টিভির তামিম হত্যার ঘটনায় অন্যতম আসামি গ্রেফতার
বুয়েট ছাত্রের মৃত্যুর ঘটনায় তিন আসামি ২ দিনের রিমান্ডে
হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির তথ্য দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়
ইজতেমা মাঠে সংঘর্ষ রিমান্ডে সাদপন্থি মুয়াজ বিন নূর
সাবেক সমাজকল্যাণ সচিব ইসমাইল ২ দিনের রিমান্ডে

Law News24.com News Archive

আর্কাইভ